সিএবি পরিচালিত পি সেন মেমোরিয়াল আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হল। বুধবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাসে ফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। ৫০ ওভারের এই খেলায় প্রথমে ইস্টবেঙ্গল ১৭৭ রানে মহমেডান স্পোর্টিংকে হারিয়ে খেতাব তুলে নেয়। ইস্টবেঙ্গল প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে হারিয়ে ৩৩৯ রান করে। সন্দীপন দাস ১১৭ বলে ১০১ রান করে সবার নজর কেড়ে নেন। অগ্নিভ পান ৭১ বলে ৭৬ রান করে নটআউট থাকেন। আমিতোজ সিং ৬৪ রান করে আউট হয়ে যান। ইস্টবেঙ্গলের ৩৩৯ রানের জবাবে মহমেডন স্পোর্টিং খেলতে নেমে ২৯.৩ ওভারে ১৬২ রান করে হার স্বীকার করে নেয়। ইস্টবেঙ্গল ক্লাবের অয়ন ভট্টাচার্য ৪টি উইকেট পান। দু’টি করে উইকেট পেয়েছেন সুমিত কুমার ও সূরজসিন্ধু জয়সওয়াল। সেরা খেলোয়াড় হয়েছেন ইস্টবেঙ্গলের সন্দীপন দাস। ইস্টবেঙ্গলের খেলোয়াড় ও কোচ আবদুল মোনায়েম ক্লাবে ফিরে এসে পতাকা উত্তোলন করেন।
অন্যদিকে সিএবি’র প্রথম ডিভিশন ক্রিকেট লিগে দক্ষিণ কলকাতা ২৭২ রান করে ঐক্য সম্মিলনীর বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার অভিজিৎ মণ্ডল ১৭১ রান করেন। সৈকত হাজরা ও রোহিত ডুয়া তিনটি করে উইকেট পান। ঐক্য সম্মিলনী দিনের শেষে বিনা উইকেটে ১২ রান করেছে। অন্য ম্যাচে বালিগঞ্জ ইউনাইটেড ক্লাব ৯ উইকেটে হারিয়ে দিয়েছে বেলগাছিয়া ইউনাইটেড ক্লাবকে।
বেলগাছিয়া ইউনাইটেড ক্লাব ১৪৯ রানে সবাই আউট হয়ে যায়। বালিগঞ্জের রোহিত একাই ৬টি উইকেট দখল করেন। বালিগঞ্জ ইউনাইটেড ১ উইকেট হারিয়ে ১৫০ রান করে জয় তুলে নেয়। স্বর্ণাভ ঘোষাল ৭৯ রানে নটআউট থোকেন। অন্য আরেকটি খেলায় ভূকৈলাশ স্পোর্টিং ক্লাব ৮ উইকেটে ৪৩৭ রান করে। তার জবাবে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব পাঁচ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে। ভূকৈলাশের মৃত্যুঞ্জয় যাদব ১০০ রানে নটআউট থাকেন। অংশুমান পাণ্ডে ৭৩ ও আদিত্য সিং ৭১ রান করেছেন। সৈকত বাসু ৫ উইকেট নিয়েছেন ১০ রানের বিনিময়ে।