চেন্নাই সুপার কিংসের কাছে শুধু হার নয়, শুভমনদের জরিমানাও হল

Written by SNS March 28, 2024 1:07 pm

চেন্নাই— গুজরাত টাইটানসের অধিনায়ক শুভমন গিল৷ মঙ্গলবার শুভমন গিলরা দ্বিতীয় ম্যাচে হার স্বীকার করলেন চেন্নাই সুপার কিংসের কাছে৷ চেন্নাই বলতে এখনও মহেন্দ্র সিং ধোনির নামটাই সবার আগে উঠে আসে৷ অর্থাৎ স্বীকার করে নিতেই হবে, চেন্নাই দলের খেলোয়াড়দের অনুপ্রেরণায় অবশ্যই ধোনি৷ গুজরাত দলের অন্যতম সেরা বোলার মহম্মদ শামি৷ কিন্ত্ত তিনি এখনও পুরোপুরি ফিট না হওয়াতে তাঁর পক্ষে খেলা সম্ভব হচ্ছে না৷ সবাই স্বীকার করে নিয়েছেন, শামি যদি দলে থাকতেন, তাহলে খেলার চেহারাই বদলে যেত৷ হয়তো সেই কারণে দলের অন্যতম বোলার মোহিত শর্মা স্বীকার করেছেন, কোনওভাবেই বাংলার বোলার মহম্মদ শামির অভাবটা পূরণ করা সম্ভব হচ্ছে না৷ এখনও পর্যন্ত যা জানা গেছে, কোনওভাবে আইপিএলে শামির খেলা সম্ভব হবে না৷ অর্থাৎ প্রতিটি ম্যাচেই শামিকে মিস করতে হবে সতীর্থ খেলোয়াড়দের৷ সেই জায়গায় কোনও খেলোয়াড়কে দিয়ে সেই অভাব পূরণ করা যাবে না৷ চোট সবসময় সবার নিয়ন্ত্রণের বাইরে থাকে৷ কীভাবে এগিয়ে যাওয়া যাবে, তা এখন খুঁজে বার করতে হবে৷

ইতিমধ্যেই গুজরাত দলে নেওয়া হয়েছে দ্রুতগামী বোলার জনসন এবং আজমাতুল্লাহ ওমরজাইকে৷ দু’জনেই এই প্রথম খেলতে নামছেন আইপিএল ক্রিকেটে৷ সেই কারণেই অভিজ্ঞ মোহিত শর্মা বলেছেন, কোনওভাবেই তাড়াহুড়ো করে বল করলে চলবে না৷ ধৈর্য রাখতে হবে৷ কত রান বোলার দিয়েছে, বা ম্যাচের ফলাফল কী হয়েছে, সেকথা মাথায় রাখলে চলবে না৷ নিজেদের ভাবনা এবং পরিকল্পনাকে কতটা কাজে লাগানো যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে৷ আশা করা যায়, আইপিএলের দ্বিতীয় পর্বে দল অনেকটাই ভালো খেলতে পারবে৷

এদিকে, চেন্নাইয়ের কাছে হেরে যাওয়ায় অধিনায়ক শুভমন গিল বেশ চাপে পড়ে গিয়েছেন৷ আইপিএল কর্তৃপক্ষ ইতিমধ্যেই গুজরাতের অধিনায়ক শুভমন গিলকে ১২ লাখ টাকা জরিমানা করেছে৷ দলের বোলাররা অত্যন্ত ধীর গতিতে বল করায় এই জরিমানা হয়েছে৷ আইপিএলের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের প্রতিযোগিতায় শুভমনের এটা প্রথম অপরাধ বলে সবচেয়ে কম অঙ্কের অর্থ তাঁকে জরিমানা করা হয়েছে৷ আগামী দিনে এই ধরনের কাজ করলে, জরিমানার অঙ্কটাও বেড়ে যাবে৷ সেই কারণে শুভমনকে অবশ্যই সাবধানে খেলতে হবে৷ গত রবিবার গুজরাত দল প্রথম জয় পায় মুম্বইয়ের বিরুদ্ধে৷ কিন্ত্ত দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন দল গুজরাত৷ গুজরাত দল চেন্নাইয়ের সামনে দাঁড়াতেই পারেননি৷ বল হাতে ২০০-র উপরে রান হজম করা তো বটেই, ব্যাট হাতে সেইভাবে কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি৷ এমনকি, অধিনায়ক শুভমন গিলও ব্যর্থ হয়েছেন ব্যাটে৷ উল্টোদিকে রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়গোয়াড় ও শিবম দুবেরা দারুণ খেললেন এবং ২০৬ রান করে চেন্নাই দল৷ বলে বাজিমাত করলেন মুস্তাফিজুর রহমান ও দীপক চাহারেরা৷

অন্যদিকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ কিন্ত্ত দল বিপদে পড়লে তখনই ছুটে আসেন ধোনি৷ বোলাররা এখনও তাঁকে নেতা বলেই জানেন৷ এমনই কথা বললেন চেন্নাই দলের অন্যতম দ্রুতগামী বোলার দীপক চাহাল৷ তিনি বলেছেন, ফিল্ডিং পরিবর্তন করার সময় ঋতুরাজ সবসময় ধোনির সঙ্গে কথা বলে নিচ্ছেন৷ তিনি আরও বলেছেন, ফিল্ডিং সেট কীভাবে করতে হবে, তার জন্য অধিনায়ক ঋতুরাজ সবসময়ই ধোনির পরামর্শ নিয়ে থাকেন৷ বল করার সময় ঋতুরাজের পাশাপাশি ধোনির দিকে তাকাতে হয়৷ আইপিএল শুরু হওয়ার আগের দিনই ধোনি অধিনায়কের দায়িত্ব থেকে সরে গিয়ে ব্যাটনটা তুলে দেন চেন্নাই দলের হয়ে ঋতুরাজ গায়কোয়াড়কে৷ গুজরাতের বিরুদ্ধে চেন্নাইয়ের বোলার দীপক চাহারের বোলিং নজর কেড়েছে৷ পাওয়ার প্লে’তে গুজরাতকে যে ধাক্কাটা দেন, সেটা সামলে আর বেরোতে পারেননি তাঁরা৷ নিজের বোলিং নিয়ে দীপক বলেছেন, ‘আমি খেলা শুরু করার সময় থেকে পাওয়ার প্লে’তে তিন ওভার বল করি৷ তাই আমার কাছে ব্যাপারটা নতুন কিছু নয়৷ নতুন যে নিয়ম এসেছে, সেটা মাথায় রেখেই বল করার চেষ্টা করছি৷’

এবারের আইপিএলে ওভারে দু’টি বাউন্সারের নিয়ম চালু হয়েছে৷ সেই প্রসঙ্গে দীপক বলেছেন, ‘আগে প্রথম দু-তিন বলের মধ্যে বাউন্সার দিলে ব্যাটাররা তৈরি থাকত ফুল লেংথ বলের জন্য৷ কিন্ত্ত নতুন নিয়মের কারণে পরের বলটাও বাউন্সার হতে পারে ভেবে কেউ আর ঝুঁকি নিতে চায় না৷ এতে পেসারেরা অনেক সাহায্য পাচ্ছেন৷’