• facebook
  • twitter
Friday, 13 December, 2024

ধোনি নয়, এবার বাবর আজমের সাথে জুটি বাঁধতে চলেছেন সুরেশ রায়না।

ভারত :- ধোনি একসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিততে অনেক সাহায্য করেছেন তিনি। নীল জার্সিতে একাধিক ম্যাচ জিতিয়ে ছিলেন তিনি। কিন্তু সুরেশ রায়না দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। ২০২০ সালেই ধোনির পাশাপাশি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর শেষ আইপিএল নিলামে নাকি নিজের নাম তুলেছেন। বর্তমানে তিনি

ভারত :- ধোনি একসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিততে অনেক সাহায্য করেছেন তিনি। নীল জার্সিতে একাধিক ম্যাচ জিতিয়ে ছিলেন তিনি। কিন্তু সুরেশ রায়না দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। ২০২০ সালেই ধোনির পাশাপাশি তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর শেষ আইপিএল নিলামে নাকি নিজের নাম তুলেছেন। বর্তমানে তিনি ধারাভাষ্যর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আইপিএলে তার ধারাভাষ্য সকলেই উপভোগ করেছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই তাকে আবারও একবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে দেখা যাবে। বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারদের সঙ্গে খেলার পর এবার তিনি জুটি বাঁধতে পারেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক ও তারকা ক্রিকেটাদের সাথে। সূত্রের খবর, আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগ যা শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত বিনোদনমূলক টি-টোয়েন্টি লিগ। সেই টুর্নামেন্টে মাঠে নামতে পারেন রায়না। জুলাই মাসের শেষ দিন থেকে আগস্ট মাসের বাইশ তারিখ অবধি ওই প্রতিযোগিতাকে চলবে। তার আগে ১৪ই জন আয়োজিত হবে নতুন নিলাম। ওই টুর্নামেন্টের দল কলম্বো স্ট্রাইকার্স দলে নিতে পারেন ভারতীয় মহাতারকাকে। ওই দলের হয়েই এলপিএল খেলেন পাক অধিনায়ক বাবর আজম। রায়না যদি সত্যিই ওই দলের অংশ হন তাহলে মহেন্দ্র সিংহ ধোনির বর্তমান শিষ্য মাথিসা পাথিরানার সাথে মাঠে নামবেন তিনি। এখনো পর্যন্ত খবর, ওই টুর্নামেন্ট রায়নার ভিত্তি মূল্য থাকছে ৪১ লক্ষ টাকার কিছু বেশি। তবে নিলামে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হবেন তিনি। তার ভেতরে কি এখনো ক্রিকেট অবশিষ্ট রয়েছে। সেই জবাব আর কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে।