ধোনি ছাড়া বিকল্প কেউ হতে পারে না: আগরকার

Written by SNS April 11, 2024 12:47 pm

মুম্বই– আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মতো সফলঅধিনায়ক কজন আছেন! দুটো বিশ্বকাপ জয়ের পাশাপাশি আইসিসি ট্রফিও একবার জিতেছেন৷ তারপর ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি৷ জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর আইপিএল এখনও খেলে চলেছেন৷ গতবার তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল জিতেছে৷ এবার তিনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও নিয়মিত খেলে চলছেন৷ দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়ড৷ এবং সেটা ধোনির পরামর্শ মেনে চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট ঋতুরাজকে অধিনায়ক করেছে৷ তাই বলে কি ধোনির কোনও কাজ নেই! তিনি কি শুধু একজন সাধারন ক্রিকেটার হিসেবে দলে খেলে চলেছেন! না, খেলার মাঝে দেখা গিয়েছে ঋতুরাজকে ফিল্ডিং সাজাতে ধোনি পরামর্শ দিচ্ছেন৷ সেই মতো চেন্নাই সুপার কিংস খেলেছ চলেছে৷

মহেন্দ্র সিং ধোনির মস্তিষ্ক কতটা তুখোড় তা নতুন করে বলার দরকার পডে় না৷ দল নিয়ে সব ভাবনা তিনিই করেন৷ প্রথম একাদশ কি হবে, ব্যাটিং অর্ডার কী হবে৷ কোন বোলারকে দিয়ে কখন বল করানো হবে, এ সব আগে থেকে ঋতুরাজকে দেওয়া থাকে৷ ঋতুরাজ সেই মতো দলকে নিয়ে চলেন৷ দরকার হলে মাঝে মাঠেই ধোনির সঙ্গে কথা বলে নেন৷ কেকেআর ম্যাচের পর তিনি বলছিলেন, মাহি ভাই মাঠে থাকলে অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার পডে় না৷ সব কিছু মাহি ভাই সামলে দেয়৷ এএই হলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক৷ সব কিছু যেন রিমোটে চলে৷

ধোনির ক্রিকেট মস্তিষ্ক নিয়ে এবার কথা বললেন জাতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগারকার৷ তিনি বলছেন, ওর মাথায় যা তথ্য থাকে তা অবিশ্বাস্য৷ কেউ একটা ইনিংস নিয়ে পরিকল্পনা করতে পারে৷ এমনটা অনেকেই করে থাকেন৷ তার অর্থ এটা নয় যে সব পরিকল্পনা সঠিক হবে৷ তাই দলে একজন ক্যাপ্টেনের প্রয়োজন৷ যে বুঝতে পারবে পরিকল্পনাগুলি সঠিক হয়েছে কিনা৷ এটা মেনে নিতে হবে যে সব দিন সমান যায় না৷ মানুষ মাত্র এটা হওয়াই স্বাভাবিক৷ এই কারনে ধোনি গ্রেট ক্যাপ্টেন৷ ও বুঝে পারে কোথায় খেলা ঘুরছে৷ এরপর কি করতে হবে৷ যা করার দরকার সেটাই ও করে৷ এত তাড়াতাডি় সব কিছু ধরে ফেলে প্ল্যান বি সামনে নিয়ে আসে যা দলের পক্ষে কঠিন হয়ে পডে় না৷ কেউ বুঝতে পারেন না ধোনি অন্য মোডে যাচ্ছেন৷ এ সব পারে বলে ধোনিকে অন্য জায়গায় রাখা হয়৷