• facebook
  • twitter
Monday, 22 December, 2025

ফিলিপ্সের পরিবর্তে নতুন ক্রিকেটার গুজরাত দলে

সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪৪৪৯ রান করেছেন শনাকা, নিয়েছেন ৯১টি উইকেট। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুভমনের গুজরাতের।

দাসুন শনাকা। ফাইল চিত্র

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফিল্ডিং করতে নেমে কুঁচকিতে চোট পেয়েছিলেন গ্লেন ফিলিপ্স। যে কারণে তাঁকে গোটা আইপিএল থেকেই ছিটকে দিয়েছে ইতিমধ্যে। গুজরাতের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ হয়নি ফিলিপ্সের। এই অবস্থায় ফিলিপ্সের পরিবর্ত হিসেবে ৭৫ লক্ষ টাকা দিয়ে নিলামে শ্রীলঙ্কার দাসুন শনাকাকে কিনে নিল গুজরাত। এখনও পর্যন্ত আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন শনাকা। করেছেন ২৬ রান।

আইপিএলে তেমন খেলার সুযোগ না পেলেও শ্রীলঙ্কার হয়ে খেলেছেন শনাকা। দলকে নেতৃত্বও দেওয়ার অভিজ্ঞতা আছে তাঁর। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪৪৪৯ রান করেছেন শনাকা, নিয়েছেন ৯১টি উইকেট। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুভমনের গুজরাতের। একদিন পরেই, অর্থাৎ সোমবার আবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে তারা। তার আগে নতুন ক্রিকেটারকে দলে নিতে বাধ্য হল গুজরাত।

Advertisement

Advertisement

Advertisement