মঙ্গলবার থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ক্রিকেটাররা আসন্ন আইপিএল প্রতিযােগিতার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন। ৯ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
যজুভেন্দ্র চাহাল, পেসার নবদীপ সাইনি এবং মহম্মদ সিরাজ বাকি আটজন ক্রিকেটার মাইক হােসেনের নেতৃত্বে প্র্যাকটিস শুরু করে দিলেন। তবে বাকি ক্রিকেটাররা আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন।
Advertisement
কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে তারাও খুব শীঘ্রই প্রস্তুতি শিবিরে যােগ দেবেন। বৃহস্পতিবার দলের সঙ্গে যােগ দেবেন অধিনায়ক বিরাট কোহলি। আপাতত প্রস্তুতি শিবিরে যেসব ক্রিকেটাররা যােগ দিয়েছেন তারা হলেন; যজুভেন্দ্র চাহাল, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, হারশাল প্যাটেল, শাহবাজ আহমেদ, পবন দেশপান্ডে, মহম্মদ আজহারউদ্দিন, রজত পাতিদার, শচীন বেবি, সুয়াশ প্রভুদেশাই ও কেএস ভরত।
Advertisement
Advertisement



