পর্বতারােহী মনােতােষ বন্দ্যোপাধ্যায় প্রয়াত

পর্বতাভিযানে অংশ গ্রহণ করেছেন। হিমালয় ক্লাব ও পাহাড়ি গােষ্ঠীর পক্ষে তাঁকে চলতি বর্ষে হিমালয়ে গবেষণার জন্য ‘জীবন কৃতি’ সম্মানে সম্মানিত করে।

Written by SNS Kolkata | October 11, 2020 2:53 am

প্রতিকি ছবি (Photo: iStock)

পর্বতারােহী গ্লেসিয়ার বিশেষজ্ঞ অধ্যাপক মনােতােষ বন্দ্যোপাধায় সম্প্রতি কলকাতায় প্রয়াত হয়েছেন। অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায় ২ এপ্রিল ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।

তিনি বহুবাঁর বিভিন্ন গােষ্ঠীর সঙ্গে পর্বতাভিযানে অংশ গ্রহণ করেছেন। হিমালয় ক্লাব ও পাহাড়ি গােষ্ঠীর পক্ষে তাঁকে চলতি বর্ষে হিমালয়ে গবেষণার জন্য ‘জীবন কৃতি’ সম্মানে সম্মানিত করে। তাঁর স্ত্রী, এক ছেলে  ও এক মেয়ে বর্তমান।