• facebook
  • twitter
Tuesday, 18 March, 2025

ডার্বি ম্যাচে মোহনবাগানের ছোটরা জিতেই চলেছে

রাজ বাসফোররা ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে

নিজস্ব চিত্র

আবার জয়, আবার ডার্বি। মোহনবাগানের ছোটদের কাছে জয় শব্দটা এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যখনই প্রতিপক্ষ দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করতে নামছে, তখনই সবুজ-মেরুন শিবিরের ছোটরা দুরন্ত ফুটবল খেলে তাদের কোণঠাসা করে রাখছে। তাই ছোটরা চিৎকার করে বলছে, মোহনবাগান বলতেই শুধু জয়। মোহনবাগানের যে ঐতিহ্য তা ধরে রাখার জন্য চেষ্টা করে চলেছি। সত্যিই তাই। সোমবার নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জোনাল গ্রুপ স্টেজে জয় তুলে নিল সবুজ-মেরুন শিবির।

রাজ বাসফোররা ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। ম্যাচের জয়সূচক গোলটি টংসিনয়ের। তবে এদিন পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সেই সুযোগও হাতছাড়া করে জোসেফ জাস্টিন। এই নিয়ে মরশুমে দু’দলের ১২টা ডার্বি ম্যাচের মধ্যে ৯টি ম্যাচে জিতেছে মোহনবাগান। তবে ইস্টবেঙ্গলকে যে পেনাল্টি রেফারি দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পেনাল্টি ছিল না বলেই মোহনবাগানের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। রেফারি অন্যায্য পেনাল্টি দিয়ে ইস্টবেঙ্গলকে সুযোগ তৈরি করে দিয়েছেন।

খেলার ৫৯ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেয় টংসিন। মাঠের ডান প্রান্ত থেকে আসা ঠিকানামাপা ক্রস সে জালে জড়িয়ে দেয় । ৬৪ মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যদিও দেখা যায়, বল রাজ বাসফোরের বুকে লেগেছে। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে মোহনবাগানের ছোটরা। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি। পেনাল্টি মারতে যায় জোসেফ জাস্টিন। মোহনবাগান গোলকিপার প্রিয়াংশুকে পরাস্ত করতে ব্যর্থ হয়। বল চলে যায় সোজা মাঠের বাইরে।

প্রথমার্ধেও ইস্টবেঙ্গল আক্রমণ গড়ে তুললেও গোল আসেনি। তবে দাপট ছিল সবুজ-মেরুনেরই। দুরন্ত পারফর্ম করে রবি বাহাদুর রানা। লাল-হলুদের গোল মুখে তারা ৬টি শট নেয়। সেখানে ইস্টবেঙ্গল শট করে মাত্র দুটি। বল পজিশনেও এগিয়ে ছিল মোহনবাগান। শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় পায় মোহনবাগান। প্রথম ম্যাচে ড্র করার পর এই ম্যাচে জিতে জোনাল পর্যায়ে ভালো জায়গায় রইল তারা। এখানে বলা যেতে পারে, বয়স ভিত্তিক থেকে আইএসএল, মরশুমে মোট ১২টি ডার্বি হয়েছে। তার মধ্যে মোহনবাগানের জয় ৯টি। ইস্টবেঙ্গল শুধু জিতেছিল কলকাতা লিগের ডার্বি। দুটি ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়।