• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিদেশিহীন করার দাবি ডুরান্ড কাপ, শেষ পর্যন্ত শর্ত মানায় খেলতে রাজি মোহনবাগান

সবুজ-মেরুন শিবিরের পক্ষ থেকে ফেডারেশনের কাছে চিঠি লিখে আবেদন জানানো হয় আসন্ন ডুরান্ড কাপ সম্পূর্ণ বিদেশীহীন করার জন্য।

শেষপর্যন্ত আসন্ন ডুরান্ড কাপে খেলতে দেখা যাবে মোহনবাগানকে। জানা যাচ্ছে, সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের বেশকিছু দাবি মেনে নেওয়ায় ডুরান্ড কাপে খেলার সম্মতি দিয়েছে তাঁরা। মূলত, অনুশীলনের মাঠ, টিকিট সংক্রান্ত সমস্যা সহ মোট চারটি দাবি রাখা হয়েছিল সবুজ-মেরুন শিবিরের পক্ষ থেকে। সেই সমস্ত দাবীই নাকি মেনে নিয়েছে সেনাবাহিনী। তাঁদের দাবী অনুযায়ী শেষপর্যন্ত, যুবভারতীতে ঘাসের মাঠে অনুশীলন করতে দেওয়ার অনুমতি দিয়েছে সেনাবাহিনী।

শনিবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে ফিরছে তাঁরা। আসলে এতদিন রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে অনুশীলন করলেও সেটা ছিল কৃত্রিম ঘাসের মাঠ। ফলে খেলোয়াড়দের চোট – আঘাত লাগার একটা সম্ভবনা ছিল। তাই অনুশীলন মাঠ পরিবর্তনের জন্য বারবার আবেদন জানানো হচ্ছিল তাদের পক্ষ থেকে। পাশাপাশি, মোহনবাগান ডুরান্ডের সূচিতে বদল চেয়েছিল।

Advertisement

সবুজ-মেরুনের শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাঁদের সেই দাবী মেনেই চূড়ান্ত সূচি তৈরি করা হয়েছে। এদিকে গত কয়েক বছর ধরে ডুরান্ডের টিকিট নিয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে ঝামেলা বেঁধেছে ডুরান্ড কর্তৃপক্ষের। সেই সমস্যা যাতে এবছর ফের না হয় সেই দাবিও রাখা হয়েছিল সবুজ মেরুন শিবিরের পক্ষ থেকে। কর্তৃপক্ষ নাকি তাদের আশ্বাস দিয়েছে চলতি বছরে এমন কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না। এই সমস্ত দাবি মেনে নেওয়াতে আসন্ন ডুরান্ড কাপ খেলতে রাজি হয়েছে তাঁরা।

Advertisement

এদিকে, সবুজ-মেরুন শিবিরের পক্ষ থেকে ফেডারেশনের কাছে চিঠি লিখে আবেদন জানানো হয় আসন্ন ডুরান্ড কাপ সম্পূর্ণ বিদেশীহীন করার জন্য। আগেই জানা গিয়েছিল, ডুরান্ড কাপ খেললেও সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড মাঠে নামাতে চায় মোহনবাগান।

Advertisement