• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

মধুর প্রতিশোধ নেওয়ার ভাবনায় কোচ মোলিনা

যে কটা মোহনবাগান ম্যাচে হেরেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল গোয়া। সেইজন্য গোয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে সবুজ-মেরুন শিবির।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মোহনবাগান সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনার কাছে গোয়ার ম্যাচটা গুরুত্ব পাচ্ছে কোথায়? “ম্যাচটা আমাদের কাছে গুরুত্বহীন। হারা-জেতার উপর লিগ টেবিলে কোনও পরিবর্তন ঘটবে না। তাই বলে আমরা খেলাটাকে গুরুত্ব দিচ্ছি না তা কিন্তু নয়। গুরুত্ব পাচ্ছে অন্য জায়গায়।” শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে গড়গড় করে কথাগুলো বলে গেলেন হোসে মোলিনা।

মোহনবাগান কোচ যে কথাটা মুখ ফুটে বলেছেন তার মধ্যে কোনও মিথ্যে নেই। সত্যিই লিগ-শিল্ড আগেই জিতে নিয়েছে মোহনবাগান। লিগ পর্বের শেষ ম্যাচ তাই মলিনা বাহিনির কাছে স্রেফ নিয়মরক্ষার। তাহলে মলিনার কাছে গুরুত্ব পাচ্ছে ম্যাচটা কোথায়? শনিবার ম্যাচের পর লিগ-শিল্ড জেতার জন্য মোহনবাগানের হাতে তুলে দেওয়া হবে লিগ পাওয়ার ট্রফি। তাই মলিনা চাইছেন ম্যাচটা জিতে যাতে এই ট্রফি সর্বসমক্ষে নিতে পারেন। ব্যাপারটা বাস্তব তো বটেই। কিন্তু মনের গভীরে যে ক্ষত হয়ে আছে তা প্রলেপ দিয়ে কি কখনও বোজানো যায়।

আসলে এবার যে কটা মোহনবাগান ম্যাচে হেরেছে তারমধ্যে উল্লেখযোগ্য হল গোয়া। সেইজন্য গোয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে সবুজ-মেরুন শিবির। মলিনা তাই বলছিলেন,“প্রথম লেগের খেলায় আমরা গোয়াকে হারাতে পারিনি। নিঃসন্দেহে গোয়া খুব ভাল দল। তাই তারা লিগ টেবিলে রয়েছে দ্বিতীয় স্থানে। আমরা আছি আমাদের প্রচেষ্টার ফসল ফলিয়ে শীর্ষে। তাই চেষ্টা করতে হবে যেভাবে হোক গোয়াকে হারিয়ে জয়ের সরণীতে দলকে ফিরিয়ে আনা।” যা বলতে গিয়েও বলতে পারলেন না স্প্যানিশ কোচ তাহল, শীর্ষে থাকার মর্যাদা ধরে রাখতে হলে শনিবার জেতাটা জরুরী।

সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফিরে আসা নিয়ে মোহনবাগান কোচের কোনও প্রতিক্রিয়া আছে কিনা? তার জবাবে মোলিনা বুঝিয়ে দিলেন, তাঁর কাছে সুনীলের অবসর ভেঙে ফিরে আসা নিয়ে কোনও ভাবনা নেই । “শনিবারের ম্যাচটা মোহনবাগান জিততে চাইবে কোন যুক্তিতে, এই নিয়ে প্রশ্ন করতেই মোলিনা বলে ফেললেন, “কে বললো দলের মনোবল অটুট নেই। বরং আমাদের ফুটবলাররা এই ম্যাচ জেতার জন্য মুখিয়ে আছে। তারা জানে যেভাবে হোক গোয়াকে হারাতে হবে।”

মোলিনা বলছেন, সেরা প্রথম একাদশ নামাবেন। কিন্তু কার্ড ও চোট সমস্যায় তা সম্ভব নয়। তিনটে হলুদ কার্ড দেখে আছেন ম্যাকলারেন। তাই তিনি প্রথম একাদশে রাখার সাহস পাচ্ছেন না। পাছে আরও একটা কার্ড দেখলে যদি সেমিফাইনালে ম্যাকলারেনকে না পান। এছাড়া দলে নেই দীপক টাংরি, শুভাশিস বসু ও অভিষেক সূর্যবংশী। তবে কে আছে কে নেই তা এই মরশুমে বিশেষ ভাবতে হয়নি মলিনাকে। ভারতীয় স্ট্রাইকার তঁার দলে রয়েছে। তবু মলিনা জানিয়ে দিলেন, তিনি ভারতীয়র চেয়ে বিদেশি স্ট্রাইকারদের নিয়ে এই মুহূর্তে মাঠে নামবেন। “আমি ম্যাচটা জিততে চাই। জেতা ছাড়া যেখানে অন্যকিছু ভাবছি না।