জয়ের হ্যাটট্রিক করতে চান মোহনবাগান কোচ হাবাস

জয়ের হ্যাটট্রিক চান এটিকে মােহাবাগানের কোচ হাবাস এফসি গােয়া ও বেঙ্গালুরু এফসিকে হারিয়ে মঙ্গলবার।সবুজ মেরুণ শিবির মুখােমুখি হচ্ছে চেন্নাইয়েন এফসির।

Written by SNS Goa | December 29, 2020 7:26 pm

হাবাস (ছবি: SNS Web)

জয়ের হ্যাটট্রিক চান এটিকে মােহাবাগানের কোচ হাবাস এফসি গােয়া ও বেঙ্গালুরু এফসিকে হারিয়ে মঙ্গলবার। সবুজ মেরুণ শিবির মুখােমুখি হচ্ছে চেন্নাইয়েন এফসির সঙ্গে।

তাই কোচ হাবাস চাইছেন, চেন্নাইকে হারিয়ে চলতি বছরটা শেষ করতে চান। চোট সারিয়ে জাভি হার্নান্ডেজ আবার দলে ফিরছেন। বেশ কয়েকটা দিন বিশ্রাম পেয়েছেন রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসরা। জাভি গত এক সপ্তাহ ধরে অনুশীলনে নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই প্রথম একাদশে খেলতে কোনও অসুবিধা হবে না। এটিকে মোহনবাগান সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে।

কোচ হাবাস মনে করেন প্রতিপক্ষের কৌশল দেখে পরিকল্পনা গঠন করতে চাই। এটা মনে রাখতে হবে গত মরশুমে ফাইনলিস্ট দল চেন্নাই। তারপরে গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের কাছ থেকে একটা পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। তাই সমীহ করে খেলতে হবে। ম্যাচটা কঠিন বলে মনে করি।

চেন্নাই দল সাত ম্যাচ খেলে নয় পয়েন্ট সংগ্রহ করেছে, খেলােয়াড়রা বেশ আত্মবিশ্বাসী। কোচ নাজলাে অঙ্ক কষে এটিকে মােহনবাগানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চান। ছাংতে রহিম আলি ও সিলভেস্টরা বেশ ভালাে ফর্মে রয়েছেন। তাই দু দলের কাছে ম্যাচটা স্নায়ুর যুদ্ধে পরিণত হবে।