• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রথম জয়ের মুখ দেখল মহমেডান

খেলার ৩৯ মিনিটে চেন্নাইয়ের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান মহমেডানের লালরেমসাঙ্গা। গোলরক্ষক অনেকটাই এগিয়ে এসেছিলেন। তাঁকে ব্যাক পাস করেছিলেন এক ডিফেন্ডার।

আইএসএল ফুটবলে এবারে অভিষেক হয়েছে মহমেডান স্পোর্টিংয়ের। প্রথম ম্যাচ থেকেই মহমেডান স্পোর্টিং ভালো খেলার চেষ্টা করেছে। সেরা খেলা উপহার দিয়েও জয়ের মুখ দেখতে না পেলেও ফুটবলাররা প্রশংসা কুড়িয়েছেন। এমনকি, দলের রাশিয়ান কোচ খেলোয়াড়দের খেলায় সন্তুষ্ট। এবারের এই প্রতিযোগিতায় কলকাতার তিন প্রধানের মধ্যে মহমেডান স্পোর্টিং অনেক উন্নততর ফুটবল উপহার দিয়েছে। একেবারে শেষ মুহূর্তে দল গঠন করেও প্রতিপক্ষ দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। গোল করার মতো সুযোগ তৈরি করেও সেই সুযোগ হাতছাড়া হয়েছে।

তবুও দলের সমর্থকরা আশাবাদী, যতদিন গড়াবে, খেলোয়াড়দের কাছ থেকে আরও উন্নত ফুটবল দেখতে পাওয়া যাবে। তারই ছবি স্পষ্ট হল বৃহস্পতিবার চেন্নাইয়ের মাঠে। চেন্নাইয়েন এফসির বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সাদা-কালো শিবির খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। খেলার ৩৪ মিনিটে অ্যালেক্স একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি।

Advertisement

তবে খেলার ৩৯ মিনিটে চেন্নাইয়ের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান মহমেডানের লালরেমসাঙ্গা। গোলরক্ষক অনেকটাই এগিয়ে এসেছিলেন। তাঁকে ব্যাক পাস করেছিলেন এক ডিফেন্ডার। সেই বলটি ধরে নিয়ে লালরেমসাঙ্গা ফাঁকা গোলে ঠেলতে ভুল করেননি। লালরেমসাঙ্গার গোলেই মহমেডান স্পোর্টিং জয় তুলে নেয়।

Advertisement

Advertisement