• facebook
  • twitter
Thursday, 23 January, 2025

চড় মারলেন মাইক টাইসন

জেক পলের বিরুদ্ধে লড়াই করার জন্য টাইসন প্রস্তুত ছিলেন। ঠিক সেই সময় বিতর্কে জড়িয়ে পড়েন এই দুই বক্সার। আর তার পরেই জেক পকে টানে একটা চড় মেরে দেন। তাঁর থাপ্পড়ে জেক পল অবাক হয়ে যান।

মাইক টাইসন ও জেক পল। সংগৃহীত চিত্র

বক্সিং জগতে মাইক টাইসনের নাম কার না জানা নেই! তাঁর বিচিত্র চরিত্র। বক্সিং রিংয়ে নামলে তিনি হয়ে ওঠেন ভয়ঙ্কর। দীর্ঘদিন বাদে বক্সিং রিংয়ে নেমে তিনি অঘটন ঘটিয়ে ফেলেন।

জেক পলের বিরুদ্ধে লড়াই করার জন্য টাইসন প্রস্তুত ছিলেন। ঠিক সেই সময় বিতর্কে জড়িয়ে পড়েন এই দুই বক্সার। আর তার পরেই জেক পকে টানে একটা চড় মেরে দেন। তাঁর থাপ্পড়ে জেক পল অবাক হয়ে যান।

৫৮ বছর বয়সী টাইসন কোনও সুযোগ না দিয়েই প্রতিপক্ষকে চড় মেরে দেন। আসলে জেক পল বলেছিলেন, রিংয়ের লড়াইয়ে তিনি টাইসনকে হারিয়ে দেবেন। তখন থেকেই টাইসন উত্তেজিত হয়ে গিয়েছিলেন। ওজন মাপার সময় এই ঘটনাটি ঘটেছিল। শনিবার দু’মিনিটে আটটি রাউন্ড অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।