চোটের জন্য ইন্টার মায়ামির হয়ে শেষ ৩টি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে মাঠে ফিরেই গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন আর্জেন্টিনার তারকা। তাঁর গোলের সুবাদে অ্যাওয়ে ম্যাচে ক্যাভালিয়েরকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দুই লেগে ৪-০ গোলে জিতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি।
এই প্রথম বার জামাইকায় খেললেন মেসি। মেসিকে দেখতে স্টেডিয়াম ভরে গিয়েছিল। তবে ফুটবলপ্রেমীদের নিরাশ করেননি মেসি। প্রথমে লুইস সুয়ারেজ ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ৫৩ মিনিটে তাঁর পরিবর্ত ফুটবলার হিসাবে মেসিকে নামান মায়ামি কোচ। ম্যাচের শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। মেসির গোল দেখতে না পেয়ে হতাশ হয়ে মাঠ ছাড়তে শুরু করেন সমর্থকরা। সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ গোল করেন মেসি।
Advertisement
এই গোলটির সঙ্গেই ইন্টার মায়ামির হয়ে ৩৭তম গোল করার কৃতিত্ব দেখান মেসি। পেশাদার ফুটবলজীবনে করলেন ৮৫৩টি গোল।
Advertisement
Advertisement



