• facebook
  • twitter
Thursday, 8 May, 2025

মাঠে রেগে গেলেন মেসি

সেই সমর্থক মেসিকে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি দেখাচ্ছিলেন। তাই উত্তেজিত হয়ে পড়েন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে হেরে যায় ইন্টার মায়ামি। ওই ম্যাচে হারের পর লিওনেল মেসিকে দেখা গেল উত্তেজিত হলেন এক সমর্থকের উপর। সেই সমর্থক মেসিকে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি দেখাচ্ছিলেন। তাই উত্তেজিত হয়ে পড়েন ইন্টার মায়ামির অধিনায়ক মেসি।

অন্য সময় রোনাল্ডো খারাপ খেললে দর্শকদের তরফ থেকে তাঁকে মেসির নাম নিয়ে রাগাতে দেখা গিয়েছে। রোনাল্ডো রেগেও যেতেন। তেমনই এই পরিস্থিতিতে এবার পড়তে হল মেসিকে। সাধারণত সেইভাবে মাঠে মেসিকে রাগতে দেখা যায় না। কিন্তু ওই সমর্থক রোনাল্ডোর জার্সি দেখানোর পর মেসিকে বলতে শোনা যায়, ‘ওঁকে দেখতে হলে আরবে যাও।’

উল্লেখ্য, বর্তমানে রোনাল্ডো সৌদি আরবের ফুটবল লিগে আল-নাসের দলের হয়ে খেলেন। ম্যাচে ভ্যানকুভারের বিরুদ্ধে মায়ামি ০-২ গোলে হেরে যায়। দ্বিতীয় লেগের খেলায় মেসিদের কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততেই হবে, তা না হলে ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন না মেসিরা।