• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মিয়ামির সঙ্গে চুক্তি বৃদ্ধি মেসির

মেসির এই চুক্তি বৃদ্ধির সিদ্ধান্তে যথেষ্ট আনন্দিত ইন্টার মায়ামির অন্যতম মালিক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামও।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জল্পনার অবসান। ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিবৃদ্ধি করলেন লিওনেল মেসি। জানা গিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত মেজর লিগ সকারের এই ক্লাবটিতে খেলতে দেখা যাবে আর্জেন্টাইন এই তারকাকে। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে। বলা হয়েছে, আটবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মিয়ামি দলের অধিনায়ক ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসির সঙ্গে ২০২৮ সালের মেজর লিগ সকার পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মিয়ামির সঙ্গে নিজের চুক্তিবৃদ্ধি করে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মেসি।

তিনি জানান, আরও তিনবছর এই ক্লাবের সঙ্গে থাকতে পেরে তিনি খুবই আনন্দিত। পাশাপাশি, মায়ামির নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে খেলার জন্য অপেক্ষায় রয়েছেন বলেও জানাতে ভুললেন না মেসি। এদিকে, মেসির এই চুক্তি বৃদ্ধির সিদ্ধান্তে যথেষ্ট আনন্দিত ইন্টার মায়ামির অন্যতম মালিক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামও।

Advertisement

তাঁর মতে, মেসির এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। কিছুদিন আগে মেসি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, মিয়ামি থেকেই নিজের ফুটবল ক্যারিয়ারে দাঁড়ি টানতে চান না তিনি। এই প্রসঙ্গে বলা যায়, ২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। ক্লাবের হয়ে এই মরসুমে ইতিমধ্যেই মোট ২৯ গোল করা হয়ে গিয়েছে তাঁর।

Advertisement

Advertisement