ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দলে ফিরেই কার্যত জ্বলে উঠেছিলেন তারকা পেসার আর্শদীপ সিং। বল হাতে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রায় ধস নামিয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচের সেরাও হয়েছিলেন আর্শদীপ। তারপরেও, চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে দলে তাঁর জায়গা হবে কি না, সে বিষয়ে খুব একটা নিশ্চয়তা নেই। কারণ, চোট সারিয়ে অনেকটাই ফিট হয়ে উঠেছেন পেসার অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। চতুর্থ ম্যাচের আগে দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন তিনি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সবকিছুতেই তাঁকে যথেষ্ট সাবলীল লেগেছে। বিষয়টি নিয়ে ম্যাচের আগের দিন মুখ খুলেছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। মর্কেল এদিন জানান, আর্শদীপ অভিজ্ঞ বোলার। এরপরেই আর্শদীপকে নিয়মিত না খেলানো নিয়ে ভারতের বোলিং কোচ বলেন,আপাতত তাঁরা ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন ধরনের কম্বিনেশন পরীক্ষা করে দেখছেন। তাই দুরন্ত বল করলেও সব ম্যাচে সুযোগ পাচ্ছেন না তিনি।
তরুণ এই জোরে বোলারকে নিয়ে বলতে গিয়ে মর্কেলের সংযোজন আর্শদীপের মূল্য দলে কতটা সেটা তাঁরা জানেন। তবে, অন্য কম্বিনেশন কাজ করছে কি না সেটাও দেখা দরকার। একইসঙ্গে তিনি জানান, সবসময় সবাইকে খুশি করা সম্ভব নয়। এটা ক্রিকেটারদেরকেও বুঝতে হবে। এক্ষেত্রে হয়তো হতাশা আসাটা খুবই স্বাভাবিক। তবে মর্কেলের মতে, আর্শদীপ নিজেও দলের প্রয়োজনটা বুঝেছেন।
Advertisement
এদিকে, চোট সারিয়ে ওঠা পেসার অলরাউন্ডার নীতীশ রেড্ডিকে নিয়ে মর্কেলের বক্তব্য, নীতীশ ধীরে ধীরে চোট সারিয়ে ফিট হয়ে উঠছে। দল তাঁর থেকে যা প্রত্যাশা করছে, নেটে সেটাই করেছেন তিনি। তবে, ম্যাচের আগে তাঁর শারীরিক অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেই মত মর্কেলের।
Advertisement
Advertisement



