• facebook
  • twitter
Wednesday, 30 July, 2025

এমবাপের কাছে এখন নতুন সমস্যা মামলা

পিএসজি ছাড়ার পরে ক্লাবের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন এমবাপে। তাঁকে বকেয়া অর্থ দেওয়া হয়নি, এমনটাই দাবি করেন তিনি। কিন্তু এ বার বেঁকে বসল পিএসজি।

ফাইল চিত্র

এবারে প্রাক্তন ফুটবলার কিলিয়ান এমবাপের বিরুদ্ধে মামলা দায়ের করলো প্যারিস সাঁ জাঁমা (পিএসজি)। চলতি মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপের। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তিনি ট্রফিহীন হয়েই রয়েছেন। দুটো টুর্নামেন্টের ফাইনালে হারতে হয়েছে বার্সেলোনার কাছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে আর্সেনালের কাছে হাপ স্বীকার করে। লা লিগাতেও জয়ের দৌড়ে পিছিয়ে পড়তে হয়েছে বার্সেলোনার কাছে। শেষ ম্যাচে হ্যাটট্রিক করলেও জয় আসেনি। এই রকম কঠিন অবস্থার মধ্যে আরও বিপাকে পড়তে হলো এমবাপেকে।

পিএসজি ছাড়ার পরে ক্লাবের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন এমবাপে। তাঁকে বকেয়া অর্থ দেওয়া হয়নি, এমনটাই দাবি করেন তিনি। কিন্তু এ বার বেঁকে বসল পিএসজি। প্রায় ১০০ মিলিয়ন ইউরো চেয়ে তারা এমবাপের বিরুদ্ধে মামলা করেছে আদালতে।

এ বার ঘুরিয়ে তারকা এমবাপের বিরুদ্ধে মামলা করেছে পিএসজি। তাদের দাবি, ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই রিয়ালের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন এমবাপে। এই কারণে নতুন চুক্তিতে সই করছিলেন না। তাই চুক্তি শেষ হওয়ার পরে রিয়ালে যোগ দেওয়ায় কোনও ট্রান্সফার ফি পায়নি প্যারিসের ক্লাবটি।

এই কারণেই ৯৮ মিলিয়ন ইউরো চেয়ে মামলা করা হয়েছে আদালতে। তাই এমবাপের কাছে অর্থ পাওনা আমাদের।