বিশ্বকাপ দলে বিরাটকে দেখতে চান না ম্যাক্সওয়েল

Written by SNS April 13, 2024 12:46 pm

বেঙ্গালুরু– একটু দেরিতে মনে হয় মুখ খুললেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল৷ ভারতীয় নির্বচক কমিটির কথা আগে শোনা গিয়েছিল৷ ফের অবশ্য ভোল পাল্টে নির্বাচক প্রধান অজিত আগারকার অন্য কথা বলছেন৷ তারপর এ নিয়ে ভারতীয় নির্বাচক কমিটির পাশে দাঁড়ান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন৷ তিনিও বলেন, ভারতীয় নির্বাচকরা যদি বিরাটকে বাইরে রেখে বিশ্বকাপের দল বাছাই করে তা হলে সেটা ভুল হবে না৷ নামের পিছনে না ছুটে নির্বাচকদের উচিত আইপিএলে যারা ভাল খেলছে, যারা অনেকদিন জাতীয় দলকে সার্ভিস দেবে, তাদের এবার দলে নেওয়া উচিত৷ সেই দলে এবার নাম লেখালেন ম্যাক্সওয়েল৷ তিনি অবশ্য একটু ঘুরিয়ে কথা বলেছেন৷ এক ওয়াবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, বিরাট ভারতীয় দলে না থাকলে আমরা লাভবান হব৷ আমাদের সুবিধা হবে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে মানসিক দিক থেকে কিছুটা স্বস্তিতে থাকা৷ বিরাট একজন ক্লাসিক ক্রিকেটার৷ আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কী করেছে, তা আলাদাভাবে বলার কিছু নেই৷ রেকর্ড বলে দেবে বিরাটের পারফরম্যান্স কি৷ তাই ওর থাকা বা না থাকার মধ্যে অনেক কিছু ফারাক গডে় দেয়৷ আমার মনে পডে় ২০১৬ টি২০ বিশ্বকাপে মোহালিতে আমাদের বিরুদ্ধে বিরাটের ইনিংসের কথা৷ মনে হয় সেটাই আমাদের বিরুদ্ধে বিরাটের সেরা ইনিংস৷ ম্যাচে জিততে হলে কী করতে হবে, সেটা বিরাটকে নতুন করে বোঝাবার দরকার নেই৷ তাই আশা করি নির্বাচকরা ওকে টি২০ বিশ্বকাপ দলে ওকে বাছাই করবে না৷ সেটা আমাদের পক্ষে ভাল হবে৷ ওর বিরুদ্ধে না খেলাটা একটা দারুন ব্যাপার৷