• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

খেলা ড্র

আইএফএ শিল্ডে গ্রুপ লিগের ম্যাচে পিয়ারলেস এসসি ও হায়দরাবাদ এফসির খেলা ১-১ গোলে ড্র হয়।প্রথমে খেলায় প্রাণ না থাকলেও দ্বিতীয় পর্বে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

নৈহাটি স্টেডিয়ামে আইএফএ শিল্ডে গ্রুফ লিগের ম্যাচে পিয়ারলেস এসসি ও হায়দরাবাদ এফসি-র খেলাটি ১-১ গোলে শেষ হয়েছে। মঙ্গলবার এই ম্যাচে প্রথম পর্বের খেলায় কোনও রকম প্রাণ না থাকলেও দ্বিতীয় পর্বে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে।

খেলার প্রথম পর্বের শেষ মুহূর্তে পিয়ারলেসের হর্ষ পারুই গোল করে দলকে এগিয়ে দেন। এগিয়ে থাকা পিয়ারলেসের ফুটবলাররা গোলের ব্যবধান বাড়াতে আক্রমণে গতি আনলেও গোলের দেখা মেলেনি।

Advertisement

পালটা আক্রমণে হায়দরাবাদের ফুটবলাররা চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকেন। খেলার ৮২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে লালচুংঙ্গা গোল করে সমতা ফিরিয়ে আনেন।

Advertisement

Advertisement