• facebook
  • twitter
Friday, 11 October, 2024

প্যারিস ওলিম্পিক্সের শেফ দ্য মিশন পদে ইস্তফা দিলেন মেরি কম

দিল্লি, ১২ এপ্রিল: সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে প্যারিস ওলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তফা দিলেন ভারতের মহিলা বক্সার মেরি কম। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা বক্সার আজ শুক্রবার তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ওলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা প্রাক্তন অ্যাথলিট পি টি উষাকে। সেই চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মেরি কম অনিচ্ছা সত্ত্বেও এই

দিল্লি, ১২ এপ্রিল: সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে প্যারিস ওলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তফা দিলেন ভারতের মহিলা বক্সার মেরি কম। ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা বক্সার আজ শুক্রবার তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ওলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা প্রাক্তন অ্যাথলিট পি টি উষাকে। সেই চিঠিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মেরি কম অনিচ্ছা সত্ত্বেও এই পদত্যাগের জন্য পি টি ঊষাকে লেখা চিঠিতে দুঃখ প্রকাশ করেন।

তিনি লেখেন, “যেকোনওভাবে দেশের সেবা করাটাই আমার কাছে খুব সম্মানের। আমরা সব সময়েই দেশের সেবা করতে প্রস্তুত থাকি। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার জন্য এই সম্মানজনক দায়িত্ব আমি পালন করতে পারছি না। তাই সরে দাঁড়াতে হচ্ছে। কোনও দায়িত্ব থেকে সরে আসাটা অত্যন্ত লজ্জার। সাধারণত আমি এমন করি না। কিন্তু আর কোনও বিকল্প নেই আমার কাছে। তবে ওলিম্পিক্সে দেশের সমস্ত অ্যাথলিটের হয়ে গলা ফাটাতে আমি রাজি। অনেক পদক জিতবে ভারত, সেটাই আশা করি।”

তবে পি টি ঊষা জানিয়েছেন, মেরি কমের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে অলিম্পিক্স অ্যাসোসিয়েশন।