• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইস্তফা না দিলেও কাজকর্মে হতাশার কথা বললেন মেরি কম

‘ইস্তফা দিইনি, কিন্তু কাজের ধারা পাল্টাতে হবে।’

ফাইল চিত্র

হঠাৎই গুজব ছড়িয়ে গিয়েছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থার কমিশন থেকে সরে দাঁড়িয়েছেন অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কম। এমনকি অনেকে বলতে শুরু করেছেন, তাঁর পক্ষে চাপ নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই তিনি ওই পদে থাকতে রাজি নন। মানসিকভাবে তিনি ইস্তফা দেওয়ার কথাও ভেবেছিলেন। কিন্তু মেরি কম বলেছেন, যে খবর গুজব আকার নিয়েছিল, তা সঠিক নয়। তবে আমি দুঃখিত কাজের ব্যাপারে। ‘ইস্তফা দিইনি, কিন্তু কাজের ধারা পাল্টাতে হবে।’ এমনই কথা বলেছেন মেরি কম। ২০২৬ সাল পর্যন্ত তাঁর কার্যকাল রয়েছে। ওই সময় পর্যন্ত তিনি কাজ করবেন বলে মানসিকভাবে আবার তৈরি হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ইস্তফার কথা জানিয়েছিলেন ঠিকই, কিন্তু কমিশন হিসেবে যে কাজগুলো এখনও করা সম্ভব হয়নি, তা করে যেতে চাই। তারপরে আগামী দিনে ইস্তফার কথা ভাবব। কিন্তু কোথাও বলিনি ইস্তফা দিয়েছি। কথাটির ঠিকমতো ব্যাখ্যা করা হয়নি। মানসিকভাবে চিন্তার বিন্যাস প্রকাশ করেছিলাম। কিন্তু আমি মনে করেছি, ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন অনেকটা আমার পরিবারের মতো। কোনওকিছু খারাপ হলে তার জন্য কষ্ট পাই। দুঃখ মনকে ভারাক্রান্ত করে। তা নিয়ে কিছু বলার অধিকার অবশ্যই আমার আছে। তার মানে এই নয় আমি ইস্তফা দিয়েছি।

Advertisement

তবে এখনও মেরি কমের সঙ্গে সংস্থার সভাপতি পি টি উষার কোনও কথা হয়নি। মেরি কম বলেন, আমার ফোনটা হারিয়ে যাওয়াতে উষার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আগামী দিনে নিশ্চয়ই যোগাযোগ করব এবং কথাও বলব। ওঁর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। মেরি কম ছাড়া এই কমিটিতে রয়েছেন শরৎ কমল, ওম প্রকাশ কারহানা, শিবা কেশভন, গগন নারাং, বজরং লাল, পিভি সিন্ধু, ভবানী দেবী এবং রানি রামপল। সবার সঙ্গে বসতে চলেছেন মেরি কম।

Advertisement

Advertisement