এখনও প্লে-অফে খেলার আশা জিইয়ে রেখেছে আরসিবি দল। রাউন্ড রবিন লিগের খেলায় এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে।
সেখানে একটি খেলায় জয় তুলে নিতে পারলেই আরসিবি প্লে-অফে খেলার জন্য কোয়ালিফাই করতে পারবে। যদি বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে জয় তুলে নিতে পারত, সেখানে তারাই প্রথম দল হিসাবে কোয়ালিফাই করত।
Advertisement
ম্যাচে হারার পর বিরাট বলেন, আমরা শেষ পাঁচ ওভাৱেই হেরে গিয়েছি। ওটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ওই পাঁচ ওভারে মুম্বইয়ের বােলাররা অসাধারন বােলিং করেছে। নিজেদের বােলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছিল। যাইহােক আমাদের কাছে সুযোগ রয়েছে কামব্যাক করার। সেটা আমরা করে দেখাবই।
Advertisement
Advertisement



