ভারত সফর নিশ্চিত করলেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি। ২০১১ সালে শেষবার ভারতে এসেছিলেন মেসি। প্রায় ১৪ বছর পরে আবারও ভারতে আসতে চলেছেন লিওনেল মেসি, এমনটাই জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার একটি আনুষ্ঠানিক বিবৃতিতে গোট (GOAT) কাপ এবং (GOAT) কনসার্টে অংশগ্রহণ নিয়ে মুখ খোলেন মেসি। তিনি বলেন, ‘এই সফরের অংশ হতে পারা আমার কাছে একটা গর্বের বিষয়। ভারত সফর আমার কাছে খুবই স্পেশ্যাল। ১৪ বছর আগে যখন এসেছিলাম, সেই সময়ের অনেক সুখস্মৃতি রয়েছে।
Advertisement
সমর্থকদের কথাও বলতেই হবে, দারুণ লেগেছিল ওঁদের। ভারত একটি ফুটবলপ্রিয় দেশ। এই খেলার জন্য আমার ভালোবাসার কথা যেমন ভাগ করে নেব সবার সঙ্গে, তেমনই নতুন প্রজন্মের ভারতীয় ফুটবলপ্রেমীদের দেখার জন্যও মুখিয়ে রয়েছি।’
Advertisement
ডিসেম্বর মাসে গোট (GOAT) কাপ ও কনসার্টে অংশ নেওয়ার জন্য ভারত সফরে আসছেন মেসি। ১৩ ডিসেম্বর কলকাতায় আসার কথা। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি যুবভারতী স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচেও অংশ নেবেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজ়ও উপস্থিত থাকবেন।
কলকাতার পরে মেসি যাবেন আমেদাবাদ, মুম্বই এবং দিল্লি। সেখানেও অংশ নেবেন গোট (GOAT) কাপ ও কনসার্টে। মুম্বইতে মেসির সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে শচিন তেন্ডুলকর, শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনিদের।
Advertisement



