ইয়ান চ্যাপেলের মত

টি-টোয়েন্টির যুগে টেস্ট খেলা দেখা মানুষ প্রায় ভুলেই গিয়েছেন। আর এটা কিন্তু ক্রিকেটের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আমি হচ্ছে বলে ব্যক্তিগতভাবে মনে করি।

Written by SNS Melbourne | October 11, 2021 5:25 pm

ইয়ান চ্যাপেল (Photo: IANS)

‘টেস্ট ক্রিকেটে কালো দাগ লাগিয়ে দিচ্ছে টি টোয়েন্টি ক্রিকেট। এখনকার মানুষের কাছে টেস্ট খেলা দেখার মতন সময় নেই। টি-টোয়েন্টির যুগে টেস্ট খেলা দেখা মানুষ প্রায় ভুলেই গিয়েছেন। আর এটা কিন্তু ক্রিকেটের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আমি হচ্ছে বলে ব্যক্তিগতভাবে মনে করি।

কারণ টেস্টই হচ্ছে ক্রিকেটের মূল স্তম্ভ। সেখানে টেস্ট ক্রিকেটকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া প্রয়োজন। না হলে ভবিষ্যতে এমন একদিন আসবে যেখানে মানুষ টেস্ট ক্রিকেট কি সেটাই ভুলে যাবে’, এমনই মন্তব্য করলেন ইয়ান চ্যাপেল।