• facebook
  • twitter
Sunday, 28 December, 2025

বার্সেলোনা ছাড়তে পারেন লেওয়ানডস্কি

লেওয়ানডস্কি বলেছেন, তিনি এখনও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। ভবিষ্যতের বিষয়ে তাড়াহুড়ো রাজি নন।

রবার্ট লেওয়ানডস্কি হয়তো আর বেশিদিন বার্সেলোনার হয়ে মাঠে নামবেন না। এমনই ইঙ্গিত শোনা গেল পোল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক রবার্ট লেওয়ানডস্কির গলায়। তিনি এবার সৌদি প্রো লিগের কোনও ক্লাবে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। এই স্ট্রাইকারের সঙ্গে সৌদি প্রো লিগের কর্তাদের আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, মেজর লিগ সকারের দল শিকাগো ফায়ারের কর্তাদের সঙ্গেও লেওয়ানডস্কির আলোচনা চলছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। ফলে ৩৭ বছর বয়সি এই স্ট্রাইকার এবার কোন ক্লাবের হয়ে খেলবেন, সে বিষয়ে জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। নতুন বছরের শুরুতেই ফুটবলের ট্রান্সফার উইন্ডো খুলছে। ফলে কয়েকদিনের মধ্যেই লেওয়ানডস্কি বার্সেলোনা ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছে। এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে ইউরোপের ক্লাব ফুটবলে আর থাকছেন না এই স্ট্রাইকার। তিনি এশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন।

Advertisement

লেওয়ানডস্কি বলেছেন, তিনি এখনও দীর্ঘমেয়াদী ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। ভবিষ্যতের বিষয়ে তাড়াহুড়ো রাজি নন। এই তারকা স্ট্রাইকার বলেছেন, ‘আমার কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় আছে। তবে এখন আমি জানি না কোথায় খেলতে চাই। আমি জানি না কোন পথে এগিয়ে যাব। কিন্তু আমার উপর কোনও চাপ নেই। এই কারণে আমি সবকিছুই চাইছি। আমি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে চাই, লিগ জিততে চাই এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।’

Advertisement

লেওয়ানডস্কি দল ছাড়ার ইঙ্গিত দিলেও, বার্সেলোনা তাঁকে ছেড়ে দেবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Advertisement