ফের একবার প্রশ্ন উঠল ভারতের একদিনের দল নির্বাচন নিয়ে। বিষয়টি এবার সরাসরি ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিশানা করলেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। মূলত, গম্ভীর কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে নিজের জায়গা একপ্রকার পাকা করে নিয়েছেন পেসার হর্ষিত রানা। তবে, বল হাতে তিনি যে খুব আহামরি খেলা উপহার দিয়েছেন তা কিন্তু নয়। তা স্বত্ত্বেও, তিন ফরম্যাটেই ভারতীয় দলে নিয়মিত সদস্য তিনি।
এদিকে, তিনি ছাড়া ভারতীয় দলে তিন ফরম্যাটের খেলোয়াড়ের সংখ্যা একেবারেই হাতে গোনা। যে বিষয়টা কোনওভাবেই মেনে নিতে পারেননি শ্রীকান্ত। ভারতীয় দল ঘোষণার পর কার্যত বিদ্রুপের সুরে তিনি বলেন, হর্ষিত রানার জায়গা ভারতীয় দলে পাকা কারণ ও গম্ভীরের ভীষণ প্রিয়। শ্রীকান্ত আরও বলেন, হর্ষিতের নাম সবসময় তালিকায় প্রথমে থাকে। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, শুভমান গিলেরও আগে হর্ষিতের নাম লেখা হয় টিম লিস্টে। একইসঙ্গে, তিনি প্রশ্ন তুলেছেন, ঠিক কি কারণে বারবার ভারতীয় দলে সুযোগ পান হর্ষিত। শ্রীকান্ত বলেন, কেউ ভালো খেলেও দলে জায়গা পান না। তার থেকে হর্ষিত রানা হওয়াই ভালো। গম্ভীরের ‘ইয়েসম্যান’ হয়ে থাকলেই ভারতীয় দলে সুযোগ পাওয়া যায়।
Advertisement
শ্রীকান্তের এই দাবি কিন্তু খুব একটা মিথ্যে নয়। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে গৌতম গম্ভীর থাকাকালীন তিনি হর্ষিত রানাকে তৈরি করেন। এরপর আইপিএল শেষে জাতীয় দলে সুযোগ পান হর্ষিত রানা। তবে, বল হাতে তেমন উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি গম্ভীরের এই ‘প্রিয়পাত্র’। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুই ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ২ উইকেট। এরমধ্যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি দায়িত্ব নিয়ে প্রায় একার হাতেই হারিয়ে দিয়েছিলেন তিনি।
Advertisement
এদিকে, প্রশ্ন উঠতে শুরু করেছে আচমকা রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া নিয়েও। জানা যাচ্ছে, এ ক্ষেত্রেও গম্ভীরের ‘প্রিয়পাত্র’ না হতে পারায় অধিনায়কত্ব হারাতে হল রোহিতকে। আসলে, হিটম্যান দলে থাকলে তাঁর প্রভাব হয়তো কমতে পারে, এই আশঙ্কা থেকেই তরুণ শুভমান গিলের ওপর দায়িত্ব তুলে দেওয়া হল। এবিষয়ে আরও জানা যাচ্ছে, কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ছ’মাস বিশেষ কিছু বলেননি গম্ভীর। তবে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের পর থেকে ধীরে ধীরে দলের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে থাকেন তিনি। সেখানে রোহিত থাকলে হয়তো তাঁর কাজটা কিছুটা হলেও কঠিন হত। তাই, এভাবে রোহিতের ক্ষমতা কমানো হল বলেই মনে করছেন অনেকে।
Advertisement



