ভুল শুধরে নিতে চান নাইট অধিনায়ক শ্রেয়স

Written by SNS March 23, 2024 1:01 pm

নিজস্ব প্রতিনিধি– পিঠের চোটের কারণে ইংল্যান্ড সিরিজ়রে তৃতীয় টেস্ট থেকে খেলেননি৷ ফিট হয়ে যাওয়ার পরে ঘরোয়া ক্রিকেটে খেলেননি৷ ‘শাস্তি’ হিসাবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পডে়ছেন৷ আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামার আগে সেই শ্রেয়স আয়ারের মুখে ভুল শোধরানোর বার্তা৷ গত কয়েক মাসে বিতর্কিত চরিত্র হয়ে ওঠা কেকেআরের অধিনায়ক জানালেন, ভুল করে থাকলে সেটা শুধরে নিতে চান৷ আইপিএলকে নিজের ভুল শোধরানোর মঞ্চ হিসাবেও দেখছেন তিনি৷

শুক্রবার সাংবাদিক বৈঠকে শ্রেয়স একটি প্রশ্নের জবাবে বলেন, “যদি আপনি খুব বেশি ভবিষ্যৎ বা অতীতের কথা ভাবেন তা হলে ভুল করবেনই৷ আপনার হাতে যেটা রয়েছে সেটার পুরো ব্যবহার করতে হবে৷ বাইরের বিষয়ে বেশি কান দিলে চলবে না৷ যত বেশি দেবেন তত ভুল করবেন৷ এখন নিজের কাজটা ঠিক ভাবে করে যেতে চাই৷ যদি আগে কোনও ভুল করে থাকি তা হলে সেটা যাতে আর না করি সে দিকে খেয়াল রাখব৷”

তাঁর পিঠের চোট নিয়ে অনেক চর্চা হয়েছে৷ এখন তিনি কেমন আছেন? শ্রেয়সের উত্তর, “এখন পুরোপুরি সুস্থ৷ রোজ অনুশীলন করছি৷ অনেক ক্ষণ ধরে ব্যাট করছি৷ চিকিৎসকেরা কী বলেছেন, কী চোট পেয়েছিলাম সে সব মনে রাখতে চাই না৷”

আইপিএলকে অনেকেই দেখছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার মঞ্চ হিসাবে৷ শ্রেয়স সেই দলে ভিড়তে চান না৷ বলেছেন, “বর্তমানে বাঁচতে চাই৷ আইপিএলের পরে কী হবে ভাবতে চাই না৷ আইপিএলে একটা ম্যাচ ধরে এগোতে চাই৷ আপাতত শনিবারের ম্যাচ নিয়ে ভাবছি৷ মানসিক এবং শারীরিক ভাবে তৈরি৷ দলের সবাইকে তৈরি রাখতে চাই৷