পাকিস্তান সফরে আবারও যাবে কিউইয়িরা

নিরাপত্তার কারণ দেখিয়ে একেবারে ম্যাচ শুরু হওয়ার অস্তিম লগ্নে পাকিস্তান সফর বাতিল করে চলতি বছরে দেশে ফিরে গিয়েছিলেন নিউজিল্যান্ড।

Written by SNS Karachi | December 21, 2021 11:45 pm

নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন (Photo Credit: Twitter/@ICC)

নিরাপত্তার কারণ দেখিয়ে একেবারে ম্যাচ শুরু হওয়ার অস্তিম লগ্নে পাকিস্তান সফর বাতিল করে চলতি বছরে দেশে ফিরে গিয়েছিলেন নিউজিল্যান্ড। আর কিউইয়ি ক্রিকেটারেরা একেবারে অন্তিম লগ্নে এই সিদ্ধান্ত নেওয়ায় দু-দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে তোলপাড় হয়ে গিয়েছিল। একটা ঠান্ডা যুদ্ধ লেগে গিয়েছিল তা বলাই যায়।

নিউজিল্যান্ড দল হঠাৎ সফর বাতিল করায় বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তবে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা জানান, ২০২২-২৩ সালে ডিসেম্বর/জানুয়ারি মাসে পাকিস্তান সফরে আসতে চলেছে নিউজিল্যান্ড দল।

এবং পাঁচটি একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে তারা অংশ নেবে, ফিউচার ট্যুরস প্রোগ্রাম কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিরিজ বাতিল করে চলে যাওয়ার পর এই সিরিজটি দিয়ে তা মেকআপ করে দেওয়া হবে সেটাই আপাতত শোনা গিয়েছে। আর এই কথা পিসিবির চেয়াম্যান রামিজ রাজা স্বয়ং জানিয়েছেন।