• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ইডেন মাতাতে মাঠে কিং খান

নানান কর্মব্যস্ততার মধ্যে সময় করে নাইটদের প্রথম ম্যাচ দেখার জন্য শহরে উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা। খেলা শুরু হওয়ার কিছু মুহূর্ত পরই গ্যালারিতে বেরিয়ে আসেন কিং খান।

শাহরুখ খান দীনেশ কার্তিক নীতিশ রানা ও আন্দ্রে রাসেল (Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি – নানান কর্মব্যস্ততার মধ্যে সময় করে নাইটদের প্রথম ম্যাচ দেখার জন্য শহরে উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা। খেলা শুরু হওয়ার কিছু মুহূর্ত পরই গ্যালারিতে বেরিয়ে আসেন কিং খান। আর তখন সকলের ফোকাস সেই রোমান্টিক হিরোর দিকে। আর পাশে ছিলেন জুহি চাওলা ও উষা উত্থুপরা। এত কর্মব্যস্ততার মধ্যে মাঠে উপস্থিত থাকতে পেরে এবং প্রথম ম্যাচে নিজের দলের একটি থ্রিলার জয় দেখে খুব খুশি কিং খান। প্রথমদিকে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার একাই মাতিয়ে দিয়েছিলেন। এবং নাইট বোলাররা প্রায় দিশাহারা হয়ে পড়েছিলেন। তখন কিং খানের মুখ কিছুটা হলেও শুকিয়ে গিয়েছিল। তারপর রান তাড়া করতে নেমে দলের প্রথম সারির ব্যাটসম্যানরা একে একে প্যাভিলিয়নে ফিরলেন তখনও হতাশা। কিন্তু, চোখেমুখে হতাশাগ্রস্থ ভাবটা ফুটে উঠলেও তার ফ্যানদের কখনো তিনি হতাশ করেননি। বারবারই হাত নাড়িয়ে সকলকে উৎসাহ প্রদান করেছিলেন। পাশাপাশি নীতিশ রানার অসাধারণ ইনিংসটা দেখার পর তাকে অভিনন্দনও জানান গ্যালারি থেকে। তবে ম্যাচের যা অবস্থা ছিল সেখান থেকে ম্যাচ বার করা অনেকটাই কঠিন কাজ ছিল। কিন্তু, রাসেল মাশেলের ১৯ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস সকলের মন মুগ্ধ করল যেমন ঠিক তেমনই রাসেলের এক একটা বিশাল ছক্কা দেখে কিং খান কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন। এবং দল প্রায় জয়ের কাছে এসে গিয়েছিল তখন ফ্যানদের উৎসাহ প্রদান করছিলেন রাসেলকে উত্তেজিত করার জন্য। আর কিং খানের দলের প্রথম জয়ের জোড়া হিরো বনে গেল রানা ও রাসেল।