বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পরে ভারতীয় ক্রিকেটে আগামী মুখ বলতে এখন করুণ নায়ার। ভারতীয় ‘এ’ দলের হয়ে তিনি খেলতে নেমেছেন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পরে আইপিএলে নজর কেড়ে নিয়েছেন তিনি। সেই কারণেই ভারতীয় ‘এ’ দলে তাঁর ডাক আসে। এই মুহূর্তে তিনি যেভাবে ব্যাট করছেন, তাতে স্পষ্ট হয়ে উঠেছে আগামী দিনে সিনিয়র ভারতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায়।
ইংল্যান্ডের মাঠে বিরাট কোহলির জায়গায় এমন একজন ব্যাটসম্যানের প্রয়োজন যিনি লম্বা ইনিংস খেলতে পারেন। টেস্ট ক্রিকেট ৩০০ রানের ইনিংস রয়েছে করুণের। ঘরোয়া ক্রিকেটেও তিনি প্রচুর লম্বা ইনিংস খেলেছেন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে এই ইনিংস করুণকে টেস্ট সিরিজের আগে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। শুক্রবার থেকে ভারতীয় ‘এ’ দল চারদিনের ম্যাচ খেলছে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে । ম্যাচের প্রথম দিনে করুণ নায়ার ১৮৬ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন ধ্রুব জুড়েল ৮২ রানে। পাশাপাশি প্রথম দিন সরফরাজ খান ৯২ রান করে নির্বাচকদের বার্তা দিয়েছেন সিনিয়র দলে কেন তিনি ডাক পাননি?
Advertisement
দ্বিতীয় দিন শুরুতেই নিজের দ্বিশতরান পেয়ে যান নায়ার। অবশ্য মধ্যাহ্নভোজের বিরতির আগেই ২০৪ রান করে আউট হয়ে যান তিনি। অল্পের জন্য শতরান থেকে বঞ্চিত হয়েছেন জুড়েলও। তিনি করেন ৯৪ রান। তবে রান পাননি নীতীশকুমার রেড্ডি। তিনি করেন মাত্র ৭ রান। শার্দূল ঠাকুর করেন ২৭ রান। দ্বিতীয় দিন সাত উইকেট হারিয়ে ভারতীয় ‘এ’ দল ৫৩৩ রানে করে।
ক্যান্টারবারিতে শুক্রবার ম্যাচের প্রথম দিনে করুণ এবং সরফরাজের জুটিতে ওঠে ১৮১ রান। এরপর ধ্রুব জুড়েলের সঙ্গে নায়ার অপরাজিত ১৭৭ রান যোগ করেন। প্রথম দিন শেষে ভারতীয় ‘এ’ দলের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৪০৯ রান। অবশ্য প্রথম ইনিংসে রান পাননি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিনি সবাইকে হতাশ করে মাত্র ৮ রান করেন। শুরুটা ভাল করেও ২৪ রান করে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল।
Advertisement
Advertisement



