• facebook
  • twitter
Friday, 5 December, 2025

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন করেবেন করিনা

আগামি বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামি শুক্রবারই করিনা উদ্বোধন করবেন ট্রফিগুলির।

করিনা কাপুর খান (Photo: Instagram/@therealkareenakapoorkhan)

শুটিং থেকে বেরিয়ে এবার সােজা বাইশ গজে বলিউড অভিনেত্রী করিনা কাপুর। ড্যান্স, শুটিং থেকে র‍্যাম্প ফ্লোর কাপিয়ে এবার বাইশ গজে দেখা যাবে করিনাকে। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করবেন তিনি।

আগামি বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামি শুক্রবারই করিনা উদ্বোধন করবেন ট্রফিগুলির।

Advertisement

‘আমি এরকম একটি অনুষ্ঠানে সামিল হওয়ার সুযােগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। এতাে বড় সম্মান পাব সেটা কখনােই ভাবতে পারিনি। যেসব মহিলা ক্রিকেটাররা এই প্রতিযােগিতায় নিজের নিজের দেশের জন্য খেলবেন, তাঁদের শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁদের এই লড়াই সত্যিই গর্বের। ওঁরা আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। আমার শ্বশুরমশাই একজন প্রবাদপ্রতিম ক্রিকেটার ছিলেন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করার সুযােগ পেয়ে আমার গর্ববােধ হচ্ছে’, এমন কথাই জানালেন করিনা কাপূর।

Advertisement

মহিলাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি ও পুরুষদের ১৮ অক্টোবর।

Advertisement