আবার শুরু হতে চলেছে মুম্বইয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। দীর্ঘ ৬ বছর এই টুর্নামেন্ট বন্ধ ছিল। আগামী ২৬ মে থেকে খেলা শুরু হচ্ছে। আর এই লিগে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবকে নতুন ভূমিকায় দেখা যাবে। কপিল দেবকে নতুন ভূমিকায় দেখা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে। এই প্রতিযোগিতায় অন্যতম দল সোবো মুম্বই ফ্যালকনস-এর পক্ষ থেকে বলা হয়েছে, কপিল দেব ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। এবারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ ওমকার সালভিকেও প্রধান কোচ হিসেবে এই দলে যুক্ত করা হয়েছে।
ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার পরে কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব বলেছেন, ‘মুম্বই দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটের হৃদয় এবং আত্মা। মুম্বই টি-টোয়েন্টি লিগে সোবো মুম্বাই ফ্যালকনস যখন তাদের অভিযান শুরু করতে চলেছে, সেই সময় তাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।‘
Advertisement
পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কপিল দেব তরুণদের নতুন পথ দেখতে চান। এই ধরনের প্রতিযোগিতায় তরুণ ক্রিকেটারদের কাছে বড় একটা মঞ্চ। এখানে তাঁরা যদি ভালো খেলতে পারেন, তাহলে আগামী দিনে বড় কোনও দলে জায়গা করে নিতে পারবেন। এমনকি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁদের ডাক আসতে পারে। পরবর্তীতে জাতীয় দলে ডাক আসাটা কোনও অসম্ভব নয়।
Advertisement
Advertisement



