স্পিন সহায়ক পিচে কাজের কাজটা করে দেখিয়েছিলেন জিমি অ্যান্ডারসন। কিন্তু তাকে দ্বিতীয় টেস্টে বিশ্রামে পাঠানাে হল। পাশাপাশি প্রথম টেস্টে চার উইকেট সংগ্রহ করা স্পিনার ডুম বেসকেও বিশ্রামে পাঠানাে হয়েছে।
জিমির পরিবর্তে দলে ডাকা হয়েছে দ্বিতীয় টেস্টের জন্য স্টুয়ার্ট ব্রডকে এছাড়া জোস বাটলারের পরিবর্তে বেন ফোক্স উইকেটকিপার হিসাবে দায়িত্ব পালন করবেন। দলে ডাকা হয়েছে মঈন আলি ও ক্রিস ওক্সকে।
Advertisement
বারােজনের ইংল্যান্ড দলটি হল এইরকম: জোয়ে রুট ( অধিনায়ক ), ডােমিনিক সিবলি, রােরি বানর্স, অলি পোপ, ডান লরেন্স, বেন স্টোক্স, বেন ফোক্স ( উইকেটরক্ষক ), মঈন আলি, ক্রিস ওক্স, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ ও অলি স্টোন।
Advertisement
Advertisement



