• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রঞ্জি ট্রফিতে নজির জম্মু-কাশ্মীরের

দ্বিতীয় ইনিংসেও ফের একবার ব্যর্থ হলেন দিল্লির ব্যাটসম্যানরা। যদিও, দ্বিতীয় ইনিংসে শুরুটা তাদের জন্য খুব একটা খারাপ হয়নি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রঞ্জি ট্রফিতে নজির গড়লো জম্মু-কাশ্মীর। দিল্লিকে তাদের ঘরের মাঠে ৭ উইকেটে সহজেই হারিয়ে দিল তারা। রঞ্জি ট্রফির ইতিহাসে এই প্রথমবার দিল্লিকে হারাল আব্দুল সামাদ, পারস ডোগরারা। গত বছর রোহিত শর্মা সমৃদ্ধ মুম্বই দলকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল জম্মু-কাশ্মীর। সেটা যে নেহাত কাকতালীয় ছিল না, তা মঙ্গলবার আরও একবার প্রমান করে দিলেন তারা। ঘরের মাঠে প্রথম ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি দিল্লির জন্য। অধিনায়ক আয়ুষ বদোনি (৬৪), আয়ুষ দোসেজা (৬৫) ও সুমিত মাথুরের (৫৫) সৌজন্যে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ২১১ রান তুলেছিল দিল্লি। জম্মু-কাশ্মীরের বোলার আকিব নবি একাই ৫ উইকেট নিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ডোগরার শতরানে (১০৬) ভর করে ৩১০ রান তোলে জম্মু-কাশ্মীর। অধিনায়ক ছাড়াও জম্মু-কাশ্মীরের হয়ে রান পেয়েছিলেন তরুণ অলরাউন্ডার আব্দুল সামাদ। ব্যক্তিগত ৮৫ রানের মাথায় আউট হন তিনি। এই দুই ব্যাটসম্যানের দাপটে প্রথম ইনিংস শেষে ৯৯ রানের লিড পায় তারা।

এরপর দ্বিতীয় ইনিংসেও ফের একবার ব্যর্থ হলেন দিল্লির ব্যাটসম্যানরা। যদিও, দ্বিতীয় ইনিংসে শুরুটা তাদের জন্য খুব একটা খারাপ হয়নি। কিন্তু, একটা সময়ে পরপর উইকেট হারিয়ে চাপে পরে যায় দিল্লি। সেইসময় ফের একবার দলের হাল ধরেন অধিনায়ক আয়ুষ বদোনি। এইসময়, বদোনি ৭২ ও দোসেজা ৬২ রান করলে দিল্লির রানসংখ্যা দাঁড়ায় ২৭৭। ফলে, জয়ের জন্য সামাদ’দের দরকার ছিল মাত্র ১৭৯ রান। এই অবস্থায় জম্মু-কাশ্মীরের ওপেনার কামরান ইকবাল শতরান করেন। যদিও, অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ দলের টপ ও মিডল অর্ডার। শেষপর্যন্ত, ওপেনার ইকবালের ১৩৩ রানের দুরন্ত ইনিংসে ভর করে সহজেই ম্যাচ জিতে যায় জম্মু-কাশ্মীর। এই প্রসঙ্গে বলা যায়, এবারের রঞ্জি ট্রফিতে চার ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছে জম্মু-কাশ্মীর। ১৪ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ১৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে মুম্বই।

Advertisement

Advertisement

Advertisement