বাংলাদেশের অধিনায়ক মোর্তাজার কাছে এটাই শেষ বিশ্বকাপ

আসন্ন বিশ্বকাপ ক্রিকেট তার কাছে শেষ বিশ্বকাপ বলেই জানিয়ে দিলেন মাশরাফি মাের্তাজা। বাংলাদেশের এই অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেছেন ২০০১ সালে জিম্বাবােয়ের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলাম। আর ২০০৩ সালে বিশ্বকাপের সদস্য তিনি। এই নিয়ে পাঁচবারের জন্যে ক্রিকেট শাে পিস ইভেন্টে অংশ নিতে পেরেছি।

Written by SNS Dhaka | May 2, 2019 11:07 am

মাশরাফি মাের্তাজা (Photo: Surjeetn Yadav/IANS)

আসন্ন বিশ্বকাপ ক্রিকেট তার কাছে শেষ বিশ্বকাপ বলেই জানিয়ে দিলেন মাশরাফি মাের্তাজা। বাংলাদেশের এই অধিনায়ক এক সাক্ষাৎকারে বলেছেন ২০০১ সালে জিম্বাবােয়ের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলাম। আর ২০০৩ সালে বিশ্বকাপের সদস্য তিনি। এই নিয়ে পাঁচবারের জন্যে ক্রিকেট শাে পিস ইভেন্টে অংশ নিতে পেরেছি।

বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় ক্রিকেটার মাের্তাজা তাই নিয়ে কোনও সন্দেহ নেই। অধিনায়ক হিসেবে তার ভূমিকাকে অবশ্যই প্রশংসা করতে হবে। ব্যক্তিগতভাবে তিনি কখনােই নিজের লক্ষ্যে পেছাতে চান না। তিনি বিশ্বাস করেন টিম গেমটাই হল আসল কথা। তাই অতিরিক্ত কোনও চাপ নিতে তিনি চান না। সবসময়ই অনুশীলনে নিজেকে যেমন ব্যস্ত রাখেন তেমনি আবার সতীর্থ ক্রিকেটারদের বােঝানাের চেষ্টা করেন দলের স্বার্থটা কিভাবে দেখতে হয়। সেই কারণেই যখনই বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে নামেন তখন তিনি দেশকে কিভাবে গর্বিত করবেন এই কথাটাই ভাবতে থাকে।

তাই এবারের বিশ্বকাপ তার কাছে একটা অন্যরকম চরিত্র হিসেবে দেখা দিচ্ছে। শুধু তাই নয় তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও হয়েছে। তিনি নিজেও বিশ্বাস করেন সারা পৃথিবীর সব ক্রিকেটাররাই বিশ্বকাপ ক্রিকেটের জন্যে অপেক্ষা করে থাকেন। সেই কারণেই তিনি ভাল খেলে এবারের বিশ্বকাপকে স্মরনীয় করে রাখতে চাইছেন। কোনও কিছুই যে অসম্ভব নয় তা তিনি মানতে চান না।

তিনি যে শুধু ভাল ব্যাটসম্যান তা নয় ভাল বােলারও। অল রাউন্ডার হিসেবে বাংলাদেশে তার খ্যাতি রয়েছে। সেই কারণেই এবারের এই বিশ্বকাপ তার কাছে সবচেয়ে বেশি মর্যাদার বলে মনে করেন। তিনি আরও বলেন, সেরা পারফরমেন্সের মধ্যে দিয়ে বিশ্বকাপকে উপভােগ করতে চান।

বাংলাদেশের জার্সিতে তিনি ২০৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। আর ২৫১টি উইকেট পেয়েছেন। বিশ্বকাপে ১৬টি ম্যাচ খেলে আঠেরােটি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওভালে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।