অবসর ভাঙিয়ে ধোনিকে বিশ্বকাপ খেলানো কঠিন ব্যাপার: রোহিত

Written by SNS April 19, 2024 12:15 pm

মুম্বই– এ মাসের শেষে টি২০ বিশ্বকাপের জন্য দল বাছাই করবেন নির্বাচকরা৷ অধিয়াক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকরা প্রাথমিকভাবে একটা খসড়া তৈরি করে ফেলেছেন৷ কিন্ত্ত সেটা কিছুতেই চূড়ান্ত নয়৷ এখনও কয়েকটি জায়গা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে৷ উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থের জায়গা প্রায় পাকা৷ কিন্ত্ত দলের সঙ্গে আরও একজন কিপার কে হবেন! এই সব আলোচনা যখন চলছে, তখন এক পডকাস্টে এসে রোহিত যা শোনালেন তা অবাক করার মতো৷

সেই পডকাস্টে রোহিতের সঙ্গে ছিলেন মাইকেল ভন ও অ্যাডাম গিলক্রিস্ট৷ আইপিএলে কমেন্ট্রি করার ফাঁকে তাঁরা এ দরনের বিভিন্ন শো করছেন৷ সেই রকম এক শোতে এসে ভন ও গিলক্রিস্ট দুজনেই রোহিতের কাছে প্রশ্ন রাখেন দুজন কিপারের মধ্যে না হয় একজন ঋষভ পন্থ হলেন৷ আর একজন কে হবেন! আইপিএলে দীনেশ কার্তিক ও এম এস ধোনি ভাল খেলছেন৷ তাদের কি আবার জাতীয় দলে ফিরিয়ে আনা হতে পারে! রোহিত আপনি কী ভাবছেন!

তা হলে ভারতীয় ক্রিকেটে কি আবার ধোনি যুগ ফিরে আসতে চলেছে! কথা শুরু করার আগে রোহিত হাসলেন৷ বললেন, হ্যাঁ এটা ঘটনা যে কয়েক রাত আগে ধোনির চার বলের ইনিংসের কথা আমরা ভুলে পারিনি৷ ওর ২০ রানের ইনিংসটি আমাদের ম্যাচ থেকে সরিয়ে দিয়েছিল৷ তার আগে পর্যন্ত আমরা সিএসকে-কে একটা জায়গায় ধরে রেখেচিলাম৷ কিন্ত্ত ইনিংসের শেষ চারটি বল সব কিচু ওলোট পালোট করে দেয়৷ এই মরশুমে ধোনি ভাল জায়গায় আছে৷ তাই বলে ওকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনা অসম্ভব৷ অবসর ভেঙ্গে ধোনি আবার জাতীয় দলে ফিরে আসতে পারে, এটা কল্পনা করাও যায় না৷ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ধোনি ক্রিকেট খেলতে যাবে, এটা ভাবা সম্ভব নয়৷ ধোনি হয়তো আমেরিকায় গলফ খেলতে যেতে পারে৷ পরিবার নিয়ে ঘুরতে যেতে পারে. কিন্ত্ত ক্রিকেট! না, এটা সম্ভব হবে না৷ তার উপর আবার অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরে আসা কিছুতেই হবে না৷ তার থেকে বরং ডিকে-কে (দীনেশ কার্তিক) নিয়ে আসা যাবে৷ এবারের আইপিএলে ডিকে থুব ভাল জায়গায় আছে৷ বিশ্বকাপের দল নির্বাচনের আগে ওকে নিয়ে আলোচনা হতেই পারে৷ সবাই রাজি থাকলে ওর সঙ্গে কথা বলা যেতে পারে৷ রাজিও করানো যেতে পারে৷ কিন্ত্ত ধোনি কিছুতেই নয়৷ ওটা হবে না৷