মুম্বই– এ মাসের শেষে টি২০ বিশ্বকাপের জন্য দল বাছাই করবেন নির্বাচকরা৷ অধিয়াক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকরা প্রাথমিকভাবে একটা খসড়া তৈরি করে ফেলেছেন৷ কিন্ত্ত সেটা কিছুতেই চূড়ান্ত নয়৷ এখনও কয়েকটি জায়গা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে৷ উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থের জায়গা প্রায় পাকা৷ কিন্ত্ত দলের সঙ্গে আরও একজন কিপার কে হবেন! এই সব আলোচনা যখন চলছে, তখন এক পডকাস্টে এসে রোহিত যা শোনালেন তা অবাক করার মতো৷
সেই পডকাস্টে রোহিতের সঙ্গে ছিলেন মাইকেল ভন ও অ্যাডাম গিলক্রিস্ট৷ আইপিএলে কমেন্ট্রি করার ফাঁকে তাঁরা এ দরনের বিভিন্ন শো করছেন৷ সেই রকম এক শোতে এসে ভন ও গিলক্রিস্ট দুজনেই রোহিতের কাছে প্রশ্ন রাখেন দুজন কিপারের মধ্যে না হয় একজন ঋষভ পন্থ হলেন৷ আর একজন কে হবেন! আইপিএলে দীনেশ কার্তিক ও এম এস ধোনি ভাল খেলছেন৷ তাদের কি আবার জাতীয় দলে ফিরিয়ে আনা হতে পারে! রোহিত আপনি কী ভাবছেন!
Advertisement
তা হলে ভারতীয় ক্রিকেটে কি আবার ধোনি যুগ ফিরে আসতে চলেছে! কথা শুরু করার আগে রোহিত হাসলেন৷ বললেন, হ্যাঁ এটা ঘটনা যে কয়েক রাত আগে ধোনির চার বলের ইনিংসের কথা আমরা ভুলে পারিনি৷ ওর ২০ রানের ইনিংসটি আমাদের ম্যাচ থেকে সরিয়ে দিয়েছিল৷ তার আগে পর্যন্ত আমরা সিএসকে-কে একটা জায়গায় ধরে রেখেচিলাম৷ কিন্ত্ত ইনিংসের শেষ চারটি বল সব কিচু ওলোট পালোট করে দেয়৷ এই মরশুমে ধোনি ভাল জায়গায় আছে৷ তাই বলে ওকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনা অসম্ভব৷ অবসর ভেঙ্গে ধোনি আবার জাতীয় দলে ফিরে আসতে পারে, এটা কল্পনা করাও যায় না৷ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ধোনি ক্রিকেট খেলতে যাবে, এটা ভাবা সম্ভব নয়৷ ধোনি হয়তো আমেরিকায় গলফ খেলতে যেতে পারে৷ পরিবার নিয়ে ঘুরতে যেতে পারে. কিন্ত্ত ক্রিকেট! না, এটা সম্ভব হবে না৷ তার উপর আবার অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরে আসা কিছুতেই হবে না৷ তার থেকে বরং ডিকে-কে (দীনেশ কার্তিক) নিয়ে আসা যাবে৷ এবারের আইপিএলে ডিকে থুব ভাল জায়গায় আছে৷ বিশ্বকাপের দল নির্বাচনের আগে ওকে নিয়ে আলোচনা হতেই পারে৷ সবাই রাজি থাকলে ওর সঙ্গে কথা বলা যেতে পারে৷ রাজিও করানো যেতে পারে৷ কিন্ত্ত ধোনি কিছুতেই নয়৷ ওটা হবে না৷
Advertisement
Advertisement



