আইএফএ’র কোষাধ্যক্ষ পদে ইস্তফা দিয়েছেন দেবাশিস সরকার। সংবিধান অনুযায়ী একমাসের মধ্যে নতুন কোষাধ্যক্ষকে মনোনীত বা নির্বাচন করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত তা করা সম্ভব না হওয়ায় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর মাসে তা বড় আকার ধারণ করেছে। বোনাস ও মাস মাহিনা কীভাবে কর্মচারীদের হাতে তুলে দেওয়া হবে, তা কেউই বলতে পারছেন না।
আইএফএ-র শীর্ষ কর্মকর্তারা ময়দানের বেশ কিছু অভিজ্ঞ ব্যক্তিদের কাছে কোষাধ্যক্ষ হতে অনুরোধ করেছিলেন— সেই অনুরোধ তাঁরা গ্রহণ করেননি। তাই বিপাকে পড়ে গেছেন আইএফএ-র পরিচালক সমিতি। এদিকে একমাস হতে মাত্র দুইদিন বাকি। এই অবস্থায় বুধবার রাতে নোটিশ দিয়ে গভর্নিং বডির সদস্যদের মিটিংয়ে ডাকা হয়েছে শনিবার।
Advertisement
সেখানে কোষাধ্যক্ষ পদের মনোনয়নের কথা বলা হয়েছে। কে কোষাধ্যক্ষ হবেন, এই বিষয়ে শীর্ষ কর্মকর্তারা নীরবতা পালন করছেন। সভায় ত্য ব্যক্ত করা হবে বলে জানা যাচ্ছে। এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের একজন প্রাক্তন সহসচিব নতুন কোষাধ্যক্ষ হতে পারেন। তিনি আইএফএ-র শীর্ষ কর্মকর্তাদের অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। তিনি সব সময় আইএফএ-র কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। এবং তিনি কাছের ও কাজের মানুষ।
Advertisement
নতুন কোষাধ্যক্ষ হওয়ার পরেও ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে আরও কিছুদিন সময় লাগবে। স্বাভাবিক অবস্থা ফিরতে দুর্গাপুজো শেষ হয়ে যাবে। তাই আইএফএ-র কর্মচারীদের হাতে বোনাস বা মাহিনা তুলে দিতে বিশেষ ব্যবস্থা হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার খেলবে না আইএফএ শিল্ডে। তাই বিষয়টিকে নজরে আনতে ওই সভাতে আলোচ্য বিষয় হবে। ইতিমধ্যে অন্য রাজ্যের দু’টি দল শিল্ডে খেলবে
বলে জানিয়েছে।
Advertisement



