• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ধারাভাষ্য থেকে বাদ ইরফান

গত দু’বছর ধরে ধারাভাষ্য দেওয়ার সময় কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন তিনি। সেই সমালোচনা ক্রিকেটারেরা ভাল ভাবে নিচ্ছিলেন না।

ফাইল চিত্র

আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকায় নেই ইরফান পাঠান। বাদ পড়েছেন তিনি। জানা গিয়েছে, ধারাভাষ্যের সময় কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যক্তিগত রাগপ্রকাশ করতেন তিনি। তারই জন্য বাদের তালিকায়।

গত দু’বছর ধরে ধারাভাষ্য দেওয়ার সময় কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন তিনি। সেই সমালোচনা ক্রিকেটারেরা ভাল ভাবে নিচ্ছিলেন না। বর্ডার-গাওস্কর সিরিজ়ে ইরফান এক ভারতীয় ক্রিকেটারের এত সমালোচনা করেছিলেন যে তিনি রাগে ইরফানের মোবাইল নম্বর ব্লক করে দিয়েছেন। ইরফানের বিরুদ্ধে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডে অভিযোগ করেছেন কয়েক জন ক্রিকেটার। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

Advertisement

Advertisement

Advertisement