ফের একবার জ্বলে উঠলো মেসির বাঁ-পা। মেজর লিগ সকারে তাঁর পায়ের জাদুতেই নাশভিলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ম্যাচ জিতল ইন্টার মিয়ামি। পরপর পাঁচ ম্যাচে জোড়া গোল করে আমেরিকার মেজর লিগে ইতিহাস গড়লেন তিনি। শনিবার হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই যথেষ্ট দাপট ছিল মায়ামির। এইসময় ম্যাচের ৭ মিনিটে কার্যত ফাঁকা গোল মিস করেন লুইস সুয়ারেজ। নাহলে তখনই এগিয়ে যেতে পারতেন তাঁরা। এরপর ১৭ মিনিটে নাশভিলের বক্সের বাইরে মেসিকে ফাউল করলে তা থেকে ফ্রি-কিক পায় তাঁরা। সেই ফ্রি-কিক থেকে গোল করতে ভুল করেননি মেসি। তাঁর বাঁ-পায়ের বাঁক খাওয়া শটটি মাটি ঘেঁষে কার্যত প্রতিপক্ষ গোলরক্ষককে ‘বোকা’ বানিয়ে গোলে চলে যায়। এই প্রসঙ্গে বলা যায়, টানা ষোলো ম্যাচ অপরাজিত থেকে এদিন মাঠে নেমেছিল নাশভিলে। তবে, মিয়ামির দাপটে এই ম্যাচে কার্যত দিশেহারা দেখাল তাঁদেরকে।
বিরতির পর কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেন নাশভিলের ফুটবলাররা। যার ফলস্বরূপ, ৪৯ মিনিটে তাঁদের হয়ে সমতা ফেরান হানি মুখতার। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। ম্যাচের ৬২ মিনিটে তাঁদের গোলরক্ষক জো উইলিসের ভুল কাজে লাগিয়ে মিয়ামির হয়ে দ্বিতীয় গোলটি করে যান মেসি। সতীর্থ ফুটবলারের ব্যাক পাস থেকে পাওয়া বল তিনি তুলে দেন মেসির পায়ে, যা থেকে গোল করে যান মেসি। তারপর, দুই দল বেশ কিছু চেষ্টা করলেও আর কোনও গোল আসেনি। দুর্দান্ত এই ম্যাচ জিতে ফের একবার মেসি বন্দনা শোনা গেল ইন্টার মিয়ামির কোচ মাসচেরানোর গলায়। বলেনন, মেসি তাঁর চোখে অন্যতম সেরা একজন খেলোয়াড়। এদিকে, এই ম্যাচে জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স গ্রুপে পঞ্চম স্থানে রইল মিয়ামি।