চলতি মরসুম থেকে দেশের সর্বোচ্চ লিগ আইএসএলে খেলতে দেখা যাবে আইলিগ চ্যাম্পিয়ন দল ইন্টার কাশীকে। ফেডারেশনের পক্ষ এদিনই অনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হলো।
এআইএফএফের পক্ষ থেকে চিঠি দিয়ে বিষয়টি উত্তরপ্রদেশের এই দলটিকে জানানো হয়েছে। সেই চিঠিতে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ক্যাসের রায়কে মান্যতা দিয়ে আগেই ইন্টার কাশীকে গত মরসুমের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে তারা আরও জানান, ফিফার সদস্য হিসেবে ফেডারেশন ক্যাসের সিদ্ধান্তকে সম্পূর্ণ সম্মান করে। সেইজন্য, আইলিগ ও ভারতীয় ফুটবলের গঠনতন্ত্রকে সম্মান জানিয়ে এআইএফএফের পক্ষ থেকে ইন্টার কাশীকে আগামী মরশুমের আইএসএলের জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। এরপরেই ফেডারেশন স্পষ্টভাবে জানিয়ে দেয়, আইএসএলে খেলার জন্য ইন্টার কাশী ইতিমধ্যেই প্রয়োজনীয় সমস্ত আর্থিক ও টেকনিক্যাল নিয়ম পূরণ করেছে। যারফলে, ১৪ তম দল হিসেবে চলতি মরসুম থেকে আইএসএলের মঞ্চে খেলতে দেখা যাবে উত্তরপ্রদেশের এই দলটিকে। এই প্রসঙ্গে বলা যায়, গত মরসুমের আইলিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা নিয়ে চূড়ান্ত নাটকের সাক্ষী থেকেছে ভারতীয় ফুটবল।
Advertisement
ফেডারেশন প্রথমে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয় আন্তোনিও হাবাসের দল। বিচার প্রক্রিয়া শেষে ক্যাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ২০২৪-২৫ মরসুমে আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ইন্টার কাশীর নামই ঘোষণা করতে হবে। সেইমতোই, এবার কাশীকে আইএসএলে খেলার আনুষ্ঠানিক ছাড়পত্র দিল ফেডারেশন।
Advertisement
Advertisement



