• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

ভারতের একটি রূপো ও তিনটি ব্রোঞ্জ আইটিটিএফ চেক টেবিল টেনিসে

নিজস্ব প্রতিনিধি- ২০১৮ আইটিটিএফ চেক টেবিল টেনিসে ভারত একটি রূপো ও তিনিটি ব্রোঞ্জ পদক পাওয়ার কৃতিত্ব দেখাল। ভারতীয় ক্যাডেড বালিকা দল ফাইনালে উঠে হেরে গেল চিনের কাছে। ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে তৃষা গগই, মুনমুন কুন্ডু ও দিয়া চিতালে। ভারত হেরেছে ৩-০ ম্যাচে। ভারতীয় জুনিয়র বালিকা দল সেমিফাইনালেও হার স্বীকার করেছে চিনা দলের কাছেই। ভারতীয়

ভারতের একটি রূপো ও তিনটি ব্রোঞ্জ

নিজস্ব প্রতিনিধি- ২০১৮ আইটিটিএফ চেক টেবিল টেনিসে ভারত একটি রূপো ও তিনিটি ব্রোঞ্জ পদক পাওয়ার কৃতিত্ব দেখাল। ভারতীয় ক্যাডেড বালিকা দল ফাইনালে উঠে হেরে গেল চিনের কাছে।

ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে তৃষা গগই, মুনমুন কুন্ডু ও দিয়া চিতালে। ভারত হেরেছে ৩-০ ম্যাচে। ভারতীয় জুনিয়র বালিকা দল সেমিফাইনালেও হার স্বীকার করেছে চিনা দলের কাছেই। ভারতীয় দলে ছিলেন প্রাপ্তি সেন, অর্চনা গিরীশ কামাত, সেলিনা সেলভাকুমার, যোশিনি শ্রীভাস্কর।

ক্যাডেড বালক দল সেমিফাইনালে ৩-১ ম্যাচে হেরে গেল ফ্রান্সের কাছে। ভারতির দলে খেলেছে পায়াস জৈন, দেব সরফ ও দীপিত পাতিল। ভারতীয় জুনিয়র বালক দল জাপানের কাছে হেরে ব্রোঞ্জ পদক পেল।