• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আজ এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দলের চূড়ান্ত দল ঘোষণা

গুণগতভাবে শুভমন, সুদর্শন, শ্রেয়স এবং সূর্যকুমারের নামটা প্রথম পছন্দের তালিকায় থাকবে। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

এশিয়া কাপ ক্রিকেটে ভারতীয় দল ঘোষণা হওয়ার কথা রয়েছে মঙ্গলবার। ১৫ জনের ভারতীয় দলে কোন কোন ক্রিকেটার সুযোগ পাবেন, তা নিয়ে বিরাট সমস্যা দেখা দিয়েছে নির্বাচকমণ্ডলীর সদস্যদের কাছে। এমনকি কোচ গৌতম গম্ভীরও বেশ চিন্তায় পড়ে গিয়েছেন দলে কাদের রাখা হতে পারে। এই ভাবনার তালিকাটা বেশ বড়। ভারতের অধিনায়ক শুভমন গিল থেকে শুরু করে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ ও রিঙ্কু সিংদের নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। তাই কে বাদ যাবেন, আর কে দলে অন্তর্ভুক্ত হবেন, তা নিয়ে বিস্তর আলোচনা হবে টেবিলে। এই লড়াইয়ে ২৪ থেকে ২৫ জন ক্রিকেটার রয়েছেন। তবে প্রত্যেককেই হয়তো দেখা যেতে পারে অন্য টুর্নামেন্টগুলিতে।

যদি ওপেনার হিসেবে দুটো সিরিজে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার নাম উঠে আসে, তাহলে অবাক হওয়ার কোনও কারণ নেই। অভিষেক এই মুহূর্তে আইসিসি ক্রমতালিকায় প্রথম স্থানে চলে গিয়েছেন। তাই অভিষেককে নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। সেখানে কি তাঁকে বাদ দিয়ে কোচ ও প্রধান নির্বাচক অন্য কারও নাম ভাবনার মধ্যে রাখবেন? সঞ্জু স্যামসন শেষ ছ’’টি টি-টোয়েন্টি ম্যাচে শতরান করে ফেলেছেন।

Advertisement

আবার যশস্বী জয়সওয়ালকে নিয়ে নতুন করে বলার কিছু প্রয়োজন হয় না। ছোট ফর্ম্যাটে যশস্বী সবসময়ই সাহসী ভূমিকা পালন করে থাকেন। তাই ওপেনার হিসেবে বাছাইপর্বটা বেশ কঠিন হবে। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে দলে আসতে পারেন শুভমন গিল, সাই সুদর্শন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিংয়ের নাম। এঁদের মধ্যে গুণগতভাবে শুভমন, সুদর্শন, শ্রেয়স এবং সূর্যকুমারের নামটা প্রথম পছন্দের তালিকায় থাকবে। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন। সেক্ষেত্রে ঋষভ পন্থের পাশে লোকেশ, ধ্রুব জুরেল ও জিতেশ শর্মার নাম নিয়েও আলোচনা হয়।

Advertisement

অলরাউন্ডারের ভূমিকায় হার্দিক পাণ্ডিয়া প্রথম তালিকায় থাকতে পারেন। তার পাশে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশকুমার রেড্ডি ও শিবম দুবের নামটা নিয়েও নির্বাচকরা ভাববেন। বোলিং স্কোয়াডে দু’জন অভিজ্ঞ ক্রিকেটারকে রাখার কথা ভাবা হয়েছে। তাই কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর নামের সঙ্গে মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা ও অন্য নতুন কোনও মুখ নিয়েও অঙ্ক কষা হতে পারে। ইতিমধ্যেই যশপ্রীত বুমরা ইচ্ছা প্রকাশ করে বলেছেন, এশিয়া কাপে তিনি খেলতে চান।

Advertisement