উজবেকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল। তামিলনাড়ুর মহাবলীপুরমে এই ম্যাচটি শুরু হবে বিকেল পাঁচটায়। তবে, ম্যাচটি রুদ্ধদ্বার খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় মহিলা দলের কোচ জোয়াকিম আলেকজান্ডারসন। মূলত, ২০২৬ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে উজবেকিস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচে আগামী ২ ডিসেম্বর ফের একবার উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। এই প্রসঙ্গে বলা যায়, এশিয়ান কাপে গ্রুপ-সি’তে জাপান, অস্ট্রেলিয়া এবং চাইনিজ তাইপের সঙ্গে একই গ্রুপে রয়েছে তারা।
এই দুটি ম্যাচের জন্য গত ১১ নভেম্বর থেকে প্রস্তুতি সারছে ভারতীয় দল। এর আগেও কাজাখস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল তারা। একটিতে ড্র করার পাশাপাশি ওপর ম্যাচে ৩-২ গোলে সহজ জয় তুলে নিয়েছিল সুলাঞ্জনা রাউল, দীপিকা পাল’রা। এদিকে, উজবেকিস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন জোয়াকিম আলেকজান্ডারসন। ভারতীয় দল: গোলরক্ষক— মেলোডি চানু কেশাম, মোনালিশা দেবী মইরাংথেম, রিবান্সি জামু।
Advertisement
ডিফেন্ডার— আলিনা চিঙ্গাখাম, সিন্ডি রেমরুতপুই কোলনি, জুহি সিং, নিশিমা কুমারী, রেমি থোকচম, সাহেনা টিএইচ, শুভাঙ্গী সিং, থোবিসানা চানু তোইজাম, ভিক্সিত বারা। মিডফিল্ডার— অঞ্জু চানু কায়েনপাইবাম, অরিনা দেবী নামিরাকপাম, ভূমিকা দেবী খুমুকচাম, খুশবু সরোজ, মনিশা সিংহ, নেহা। ফরোয়ার্ড— ববিতা কুমারী, দীপিকা পাল, লিংডেকিম, শিলজি শাজি, সিবানি দেবী নংমেইকাপাম, সুলাঞ্জনা রাউল।
Advertisement
Advertisement



