ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা-হরমনপ্রীত কৌর’রা। প্রথমবারের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতলেন তাঁরা। বুধবার ম্যাঞ্চেস্টারে চতুর্থ ম্যাচটি ছয় উইকেটে সহজেই জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুড়ে নিল তাঁরা। শনিবার শেষ ম্যাচে বার্মিংহামে ড্যানি ওয়াট-সোফিয়া আকেলটন’দের মুখোমুখি হবে ভারতীয় মহিলা দল।
এদিন, নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে ইংল্যান্ড। ভারতীয় স্পিনারদের দাপটে ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই খুব বেশি চালিয়ে খেলতে পারেননি। রান তুলতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে তাঁদের। শুধু বোলার’রা একই নন, এই ম্যাচে যথেষ্ট দাপট দেখিয়েছেন ফিল্ডাররাও। ২০ ওভার শেষে ৭ উইকেটে হারিয়ে ১২৬ রানেই থেমে যান তাঁরা। ভারতের দুই স্পিনার শ্রী চরণী ও রাধা যাদব নিয়েছেন দুটি করে উইকেট এবং ওপর স্পিনার দীপ্তি শর্মা নিয়েছেন একটি উইকেট। ম্যাচের সেরা নির্বাচিত হন রাধা যাদব। মূলত, এই তিন স্পিনারের বিধ্বংসী স্পেলেই ইংল্যান্ডকে অল্প রানের মধ্যে আটকে রাখে ভারত। জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মার ৫৬ রানের ওপেনিং জুটিই ভারতের জয়ের জন্য প্রয়োজনীয় ভিত তৈরি করে দেয়। স্মৃতি ব্যক্তিগত ৩২ এবং শেফালি ৩১ রানে ফেরার পর দলের হাল ধরেন জেমাইমা রদ্রিগেজ ও হরমনপ্রীত কৌর। জেমাইমা ব্যক্তিগত ২৪ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, তিন ওভার বাকি থাকতেই সহজেই ম্যাচ জিতে নেয় ভারত।
প্রথম দু’টি ম্যাচে নটিংহ্যাম ও ব্রিস্টলে ভারত জিতে সিরিজে ২-০তে এগিয়ে যায়। অবশ্য তৃতীয় ম্যাচে ওভালে ইংল্যান্ড দল ঘুরে দাঁড়িয়ে ভারতকে হারিয়ে ব্যবধান কমায় ২-১। চতুর্থ ম্যাচে ভারতীয় স্পিনাররা যেভাবে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছেন, তা অবশ্যই গর্বের।
এককথায় বলা যায়, ধারাবাহিকভাবে ভারতীয় মহিলা দল ভালো খেলেছে। এক ম্যাচ বাকি থাকতেই ভারত সিরিজ নিজেদের ঘরে তুলে নিয়েছে। বলতে দ্বিধা নেই ভারতের মহিলা ক্রিকেটাররা প্রত্যেকেই আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করেছে। এই সিরিজ জয়ের ফলে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে ভারতীয় দল। আগামী বছরে টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের দিকে বড় পদক্ষেপ রাখবে হরমনপ্রীতরা। আর এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। সেই কারণে সেখানকার পরিবেশ, পরিস্থিতি এবং আবহাওয়ার সঙ্গে ভারতীয় খেলোয়াড়রা আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন।
দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস রচনা করে সিরিজ জিতে নিল।