• facebook
  • twitter
Tuesday, 29 July, 2025

একদিনের ক্রিকেটে সহজ জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের

অফস্ট্যাম্পের বাইরের বলে অহেতুক খোঁচা দিতে গিয়ে ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন স্মৃতি। আউট হলেও এই ম্যাচে দুরন্ত একটি রেকর্ড গড়লেন তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

টি টোয়েন্টির পর একদিনের সিরিজেও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই নিজেদের অভিযান শুরু করলেন ভারতীয় মহিলা দল। বুধবার সাউদাম্পটনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে শুরুতেই ট্যামি বউমন্ট ও এমি জোন্সের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তাঁরা। এরপরেই দলের হাল ধরেন এমি ল্যাম্ব এবং ন্যাট শিভার। তাঁদের জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ ৭১ রান। ল্যাম্ব যখনই ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছে তখনই ব্যক্তিগত ৩৯ রানে তাঁকে ফেরান স্নেহ রানা। কিছুক্ষণ পরে সেই স্নেহ রানার বলে ব্যক্তিগত ৪১রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান শিভারও। পরবর্তীকালে, সোফিয়া ডাঙ্কলি ও এলিস ডেভিডসন-রিচার্ডসের ১০৬ রানের জুটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৫৮ রান তোলে ইংল্যান্ড।

রান তাড়া করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেননি ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়াল। কিন্তু অফস্ট্যাম্পের বাইরের বলে অহেতুক খোঁচা দিতে গিয়ে ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরেন স্মৃতি। আউট হলেও এই ম্যাচে দুরন্ত একটি রেকর্ড গড়লেন তিনি। নিজের একদিনের ম্যাচের কেরিয়ারে এদিন ৪৫০০ রানের ব্যক্তিগত মাইলস্টোন পূর্ণ করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। এরপর ব্যক্তিগত ২৭ রানের মাথায় ক্রিজে পৌঁছে গিয়েও অদ্ভুত উদাসীনতা দেখিয়ে রানআউট হন হারলিন দেওল। এই ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক হরমনপ্রীত কাউরও। মাত্র ১৭ রান করে চার্লি ডিনের বলে এলবিডব্লিউ আউট হন তিনি। এরপরেই ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন জেমাইমা রড্রিগেজ এবং দীপ্তি শর্মা জুটি। তাঁদের ৮০ রানের পার্টনারশিপ ভারতকে ফের একবার ম্যাচে ফিরিয়ে আনে। জেমাইমা ব্যক্তিগত ৪৮ রানে আউট হলেও লড়াই চালিয়ে যান দীপ্তি শর্মা।

তাঁর ৬৪ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৪ উইকেটে সহজেই ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরাও হন তিনি। এই ম্যাচে জয়ের সুবাদে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।