ইতিহাসের পাতায় নাম লেখালেন সিওন ডি’সুজা, আনমোল অধিকারী’রা। বুধবার ফুটসলে ফিফা র্যালঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে থাকা মঙ্গোলিয়াকে হারিয়ে দিল তাঁরা। কুয়েতে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ৩-০ গোলে জিতলো ভারতীয় ফুটসল দল। বুধবারের এই জয়ে দুরন্ত এক নজির গড়ল তারা। এটাই ছিল আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফুটসল দলের প্রথম জয়।
পাশাপাশি, এই প্রথম কোনও ম্যাচে ক্লিন শিট রাখল ভারতীয় দল। আরদিয়ার কুশাইয়ান আল-মুতাইরি হলে এই ম্যাচের শুরু থেকে নিজেদের দাপট বজায় রেখেছিলেন রেজা কোর্দির ছেলেরা। একটা সময়ে তাঁদের পরপর আক্রমণে রীতিমতো চাপে পরে যায় মঙ্গোলিয়া। খেলার ১৭ মিনিটে সিওন ডি’সুজার গোলে এগিয়ে যায় ভারত। গোল পাওয়ার পর আক্রমণের চাপ বাড়ালেও প্রথমার্ধে খেলার ফলাফলে আর কোনও বদল হয়নি।
Advertisement
১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলায় ফেরার মরিয়া চেষ্টা চালায় মঙ্গোলিয়া। কিন্তু, হাল ছাড়েনি রেজা কোর্দির ছেলেরাও। এইসময় খেলার গতির বিপরীতে ম্যাচের ৩৩ মিনিটে ভারতের হয়ে ব্যবধান ২-০ করে যান সেই ডি’সুজা। এর দু’মিনিটের ভারতের হয়ে জয়সূচক গোলটি করে যান আনমোল অধিকারী। ম্যাচে জোড়া গোল করে ম্যাচের সেরা নির্বাচিত হন সিওন ডি’সুজা। এই প্রসঙ্গে বলা যায়, ১৯৩০-এর দশকে দক্ষিণ আমেরিকায় প্রথম এই খেলাটির প্রচলন হয়। পরবর্তীকালে, ১৯৮৯ সালে ফিফা ফুটসলকে অনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ২০২৩ সাল থেকে ফুটসলে আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা শুরু করেছে ভারতীয় দল।
Advertisement
অন্যদিকে, ফুটসলে মঙ্গোলিয়ার অভিজ্ঞতা দীর্ঘদিনের। প্রায় ১৪ বছরেরও বেশি সময় ধরে ফুটসলের আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা। এহেন, অভিজ্ঞতা সম্পন্ন মঙ্গোলিয়াকে হারিয়ে নিঃসন্দেহে দুরন্ত এক নজির তৈরি করলো ভারতীয় দল।
Advertisement



