ফের ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে মামলা হাসিন জাহানের। আরও বেশি খোরপোশ দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। তারই পরিপ্রেক্ষিতে শামি ও হাসিনকে নোটিস দিয়ে তলব করেছে সুপ্রিম কোর্ট। নোটিস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকেও।
মহম্মদ শামি ও হাসিন জাহানের বিচ্ছেদের মামলায় কলকাতা হাইকোর্ট শামিকে খোরপোশ বাবদ প্রতি মাসে স্ত্রীকে দেড় লক্ষ টাকা এবং কন্যার দেখভালের জন্য আড়াই লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাসিন জাহানের যুক্তি, এই অর্থ পর্যাপ্ত নয়। মহম্মদ শামির আর্থিক অবস্থা, তাঁর জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে আরও খোরপোশ দাবি করেছেন তাঁর স্ত্রী।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট হাসিনাকে খোরপোশের অঙ্ক নিয়ে প্রশ্ন করেন। তাঁকে বলা হয়, ‘মাসে চার লক্ষ টাকা কি পর্যাপ্ত নয় ?’ তবে সুপ্রিম কোর্ট মহম্মদ শামি এবং পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে ৪ সপ্তাহের মধ্যে উভয় পক্ষকেই জবাবদিহি করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ডিসেম্বরে।
হাসিন জাহানের আইনজীবী জানিয়েছেন, মহম্মদ শামি একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। তিনি যথেষ্ট অর্থও উপার্জন করেন। বিলাসবহুল জীবনযাপন করেন। হাসিনের দাবি, দীর্ঘ কয়েকমাস যাবত মহম্মদ শামি খোরপোশের টাকা দিচ্ছেন না। স্বামীর রোজগারে তাঁর দাবি না থাকলেও সম্পূর্ণ অধিকার রয়েছে তাঁর কন্যার।
প্রসঙ্গত, ২০১৮ সালে গার্হস্থ্য হিংসা, পণ চাোয়ার অভিযোগ ওঠে মহম্মদ শামির বিরুদ্ধে। তারপর থেকেই তাঁদের মধ্যে চলছে আইনি লড়াই।
Advertisement