ইংল্যান্ড সফরে পাঁচ টেস্ট ম্যাচে ভারত অবিশ্বাস্য জয় পেল ওভালের মাঠে। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে জয় পেল শুভমন গিল ব্রিগেড। নতুন অধিনায়ক হিসেবে সিরিজ জিততে না পারলেও, প্রতিপক্ষ ইংল্যান্ডকে জিততে দিল না ভারত। পঞ্চম টেস্টে ভারত মাত্র ৬ রানে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস রচনা করল। ৯২ বছরের ইতিহাসে এই প্রথম এক অঙ্কের রানে ভারত বাজিমাত করল।
২০০৪ সালে ওয়াংখেড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টেস্ট জয় করেছিল ১৩ রানে। আর ১৯৭২ সালে ইডেন উদ্যানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ২৮ রানে। আবার কোনও টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করার নিরিখেও ভারত বেশ ভালো জায়গায় দাঁড়িয়ে পড়ল। পাঁচ টেস্ট ম্যাচে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে ভারত এবারে ইংল্যান্ড সিরিজে। এই সিরিজে ভারতীয় দল মোট ৭১৮৭ রান করেছে। ১৯৯৩ সালে ছ’টি টেস্ট ম্যাচ সিরিজে ভারত সবচেয়ে বেশি রান করেছিল ৭২২১। তবে এবারের সিরিজ ছিল পাঁচটি টেস্ট ম্যাচের।
Advertisement
এবারের ভারত-ইংল্যান্ড সিরিজে মোট ২১টি শতরান হয়েছে। যা টেস্ট সিরিজে যুগ্মভাবে সর্বাধিক। ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজেও মোট ২১টি শতরান হয়েছিল। সেটিও পাঁচ ম্যাচের সিরিজ ছিল। ২১টি শতরানের পাশাপাশি ২১টি অর্ধশতরানও হয়েছিল সেই সিরিজে। আর এবার ভারত-ইংল্যান্ড সিরিজে অর্ধশতরানের সংখ্যা হল ২৯। অন্যদিকে ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজে মোট নয়জন খেলোয়াড় ৪০০-র বেশি রান করেছেন, যা ইতিহাসে সর্বাধিক। এই সিরিজ ভেঙে দিয়েছে ১৯৭৫-৭৬ সালের ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি এবং ১৯৯৩ সালের অ্যাশেজে দু’দলের মোট আটজন খেলোয়াড় ৪০০-র বেশি রান করেছিলেন। শুধু তাই নয়, একটি টেস্ট সিরিজে সর্বাধিক শতরান জুটিরও নজির তৈরি হয়েছে। ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজে মোট শতরান বা তার বেশি রানের জুটির সংখ্যা হল ১৯। যা ইতিহাসে যুগ্মভাবে সর্বাধিক। ১৯৬৭-৬৮ সালের ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজেও শতরান জুটির সংখ্যা ছিল ১৯টি।
Advertisement
আবার ২০০০ সাল থেকে এই নিয়ে চতুর্থবার পাঁচ ম্যাচের কোনও টেস্ট সিরিজের প্রতিটিই পঞ্চম দিনে গিয়েছে। অর্থাৎ নির্ধারিত ২৫ দিনেই খেলা হয়েছে। ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজের আগে ২০০১ সালের ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ, ২০০৪-০৫ সালের দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্ট সিরিজ এবং ২০১৭-১৮ সালের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজেও সেই নজির তৈরি হয়েছিল।
Advertisement



