• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বৃষ্টিভেজা মাঠে ভারত চাপে থাকলেও লড়াই করছে

ভারতীয় দলে প্রথম একাদশে চারটি পরিবর্তন হয়েছে। আগেই ধারণা স্পষ্ট হয়ে গিয়েছিল, ঋষভ পন্থের জায়গায় উইকেটরক্ষক হিসেবে রাখা হবে ধ্রুব জুরেলকে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আবার টসে হারলেন ভারতের অধিনায়ক শুভমন গিল। ইংল্যান্ড সফরে শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচে অধিনায়ক শুভমন গিল ও ইংল্যান্ডের অধিনায়ক ওলি পোপ টস করতে যান। তখন অনেকেই ভেবেছিলেন, এই টেস্টে যদি ভারত টসে জিততে পারে, তাহলে খেলার ধারা পাল্টিয়ে যেতে পারে। কিন্তু হল না। টসে হারলেন শুভমন গিল। টানা পাঁচটি টেস্ট ম্যাচেই তাঁকে হার স্বীকার করতে হল টসে। এই ম্যাচে ইংল্যান্ডের নতুন অধিনায়ক ওলি পোপ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। দলের অধিনায়ক বেন স্টোকস চোটের কারণে খেলতে পারছেন না বলে অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয় ওলি পোপের হতে। প্রথমে ভারতীয় দলের হয়ে ওপেন করতে আসেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

ওপেনার যশস্বী জয়সওয়াল আবার ব্যর্থ হলেন। তিনি মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। গাস অ্যাডকিনসনের বলে যশস্বী এলবিডব্লু হন। তখন ভারতের স্কোরবোর্ডে মাত্র ১০ রান। লোকেশ রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ দেন সাই সুদর্শন। লোকেশ ধীর গতিতেই খেলছিলেন। কিন্তু অফ স্ট্যাম্পের ক্রিস ওয়াক্সের একটি বল খেলতে গিয়ে সরাসরি বোল্ড আউট হয়ে যান। লোকেশের ব্যাট থেকে এসেছে ১৪ রান। আর ভারতের রান সংখ্যা তখন ২ উইকেট হারিয়ে ৩৮। তৃতীয় উইকেট জুটিতে সুদর্শনের সঙ্গে খেলা শুরু করেন অধিনায়ক শুভমন গিল। মধ্যাহ্নভোজের ঠিক আগে বৃষ্টি নামে। তাই খেলা শুরু করা সম্ভব হয়নি। তখন ভারত দুই উইকেট হারিয়ে ৭২ রানে দাঁড়িয়ে। সুদর্শন ২৫ ও শুভমন গিল ১৫ রানে ব্যাট করছিলেন।

Advertisement

এদিকে শুভমন গিল ১৫ রান করার আগেই ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকারের রেকর্ড ভেঙে দেন। ২ উইকেট হারিয়ে ভারতীয় দল বেশ চাপে রয়েছে। তবে তৃতীয় উইকেটে শুভমন ও সুদর্শন ঠিকমতো খেলতে পারলে হয়তো ভারতীয় দল লড়াইয়ের মধ্যে থাকবে। পাশাপাশি, ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল আবার ব্যর্থ হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম ইনিংসে তিনি শতরান করলেও, তারপরে তাঁকে আর সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যাট থেকে রানও আসছে না। সেই কারণেই এখনও পর্যন্ত তিনি যেভাবে খেলে চলেছেন, তাতে নির্বাচকরা খুব একটা সন্তুষ্ট নন। এখনও পর্যন্ত তিনি পঞ্চম টেস্টে প্রথম ইনিংস পর্যন্ত রান করেছেন ১০১, ৪, ৮৭, ২৮, ১৩, ৫৮, ০ ও ২। অনেকেই বলছেন, বড় রান করার পাশাপাশি জয়সওয়াল যেভাবে আউট হচ্ছেন, তা কিন্তু কখনওই বড় ক্রিকেটার হিসেবে চিহ্নিত করা যাবে না। সাতবারই তিনি ডানহাতি পেস বোলারদের অ্যারাউন্ড দ্য উইকেটে খেলতে গিয়ে শিকার হয়েছেন। অর্থাৎ তাঁর এই দুর্বলতা প্রতিপক্ষ দলের বোলাররা বুঝে নিয়েছেন। আগামী দিনে যদি এই ভুলটা শোধরাতে না পারেন, তাহলে যশস্বীর পক্ষে ভালো খেলা কঠিন হয়ে যাবে। অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার ইংল্যান্ডের ছলচাতুরি ধরে ফেলেছেন। ইচ্ছাকৃতভাবে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচে সবুজ পিচ তৈরি করেছেন। কারণ দলের বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল হয়ে যাবে। বিশেষ করে এই ম্যাচে তারা বেনস স্টোকস, জোফ্রা আর্চার ও ব্রাইডন কার্সের মতো বোলাররা খেলছেন না। সেই কারণেই ওই মাপের বোলার দলে নেই। ওঁরা না থাকলে কে উইকেট নেবেন, এই প্রশ্নটা তাঁদের দলে দেখা দিয়েছে। পিচ বানানো হয়েছে তাংয়ের মতো বোলারদের জন্য।

Advertisement

এই মুহূর্তে ভারতীয় দল ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছেন ইংল্যান্ডের থেকে। গৌতম গম্ভীর কোচের দায়িত্ব নেওয়ার পরে বড় সাফল্য সেইভাবে আসেনি। একমাত্র মরু শহরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল খেতাব জিতেছিল। কিন্তু ইংল্যান্ডের মাটিতে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আর্থারটন ভারতের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে সন্দিহান। তিনি বলেছেন, দু’টি সিরিজ পরপর হেরেছে ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারের পরে বর্ডার-গাভাসকার ট্রফিতে হারতে হয়েছে। এবার যদি পঞ্চম টেস্টে ওভালে ভারত হেরে যায় তাহলে প্রবল চাপে পড়ে যাবেন ভারতীয় দল।

ভারতীয় দলে প্রথম একাদশে চারটি পরিবর্তন হয়েছে। আগেই ধারণা স্পষ্ট হয়ে গিয়েছিল, ঋষভ পন্থের জায়গায় উইকেটরক্ষক হিসেবে রাখা হবে ধ্রুব জুরেলকে। অংশুল কম্বোজকে সরিয়ে সেখানে আকাশদীপকে নিয়ে আসা হয়েছিল। ভাবা হয়েছিল, যশপ্রীত বুমরার জায়গায় আর্শদীপ সিংকে আনা হতে পারে। কিন্তু তা হল না। সেই জায়গায় দলে ফিরিয়ে আনা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে। ভাবতে অবাক হতে হয়েছে, শার্দুল ঠাকুরকে সরিয়ে করুণ নায়ারকে প্রথম একাদশে আবার জায়গা দেওয়া হয়েছে। বাংলার অভিমন্যু ঈশ্বরণ ইংল্যান্ডে টেস্ট সিরিজের একটি ম্যাচেও জায়গা পেলেন না। শেষ মুহূর্তের খবর বৃষ্টি থেমেছে এবং খেলা আবার শুরু হয়েছে। ২৯ ওভার শেষে ভারত ৩ উইকেটে ৮৫ রানে খেলছে। শুভমন রান আউট হয়ে গেছেন ২১ রানে। সাই সুদর্শন ২8 রানে এবং করুণ নায়ার ব্যাট করছেন।

Advertisement